ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কেন অপারেশন রুমকে ‘থিয়েটার’ বলা হয়

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ এএম

চিকিৎসা বিজ্ঞানে রোগীর অস্ত্রোপচারের কক্ষকে বলা হয় ‘অপারেশন থিয়েটার’। তবে অনেকের মনে প্রশ্ন থাকে, এখানে তো নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, তাহলে কেন নামের সঙ্গে ‘থিয়েটার’ শব্দটি কেন যুক্ত করা হয়েছে?

বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে ঐতিহাসিক কারণ। ১৯০০ সালের শুরুর দিকে ইউরোপের মেডিকেল শিক্ষায় ডাক্তাররা খোলা মঞ্চের মতো কক্ষে রোগীর অস্ত্রোপচার করতেন। চারপাশে ছিল আসনবিন্যাস, যেখানে শিক্ষার্থী ও অন্যান্য চিকিৎসক বসে অস্ত্রোপচার পর্যবেক্ষণ করতেন। নাট্যমঞ্চের মতো এই বিন্যাসের কারণে সেই কক্ষে দেওয়া হয়েছিল ‘অপারেটিং থিয়েটার’।

লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালের প্রাচীন অপারেশন থিয়েটারটি ১৮২২ সালে নির্মিত। এখানে চলচ্চিত্র প্রেক্ষাগৃহের মতো সারিবদ্ধ আসন ছিল, যেখানে শিক্ষার্থীরা বসে বাস্তব অস্ত্রোপচারের অভিজ্ঞতা পেত। এছাড়া প্রাচীন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি থিয়েটারও থাকত, যেখানে শিক্ষক মৃতদেহে অস্ত্রোপচার দেখিয়ে শিক্ষার্থীদের শেখাতেন।

পরবর্তীতে প্রযুক্তি ও সরঞ্জামের উন্নতির সঙ্গে সঙ্গে বন্ধ কক্ষে জীবাণুমুক্ত পরিবেশে অস্ত্রোপচার হলেও ‘থিয়েটার’ শব্দটি থেকে গেছে। বর্তমানে আধুনিক হাসপাতালের অপারেশন রুমকে সারা বিশ্বেই অপারেশন থিয়েটার (OT) নামে ডাকা হয়।

চিকিৎসকেরা মনে করেন, এই ঐতিহাসিক নামই আজ বিশ্বব্যাপী চিকিৎসা ব্যবস্থার একটি স্বীকৃত পরিভাষা হয়ে দাঁড়িয়েছে।

NB/AHA
আরও পড়ুন