চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সেবা চালু

রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ১৮ দিন বন্ধ থাকার পর পুরোপুরি সেবা কার্যক্রম চালু হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল থেকেই চিকিৎসক, নার্স ও স্টাফদের পাশাপাশি সেবাপ্রার্থী ও তাদের স্বজনরা ভিড় করেছেন হাসপাতাল প্রাঙ্গণে।

এই সময় আন্তরিকতার সঙ্গে সেবা দিতেও দেখা গেছে চিকিৎসা সংশ্লিষ্টদের।

হাসপাতালের একজন চিকিৎসক বলেন, সকাল থেকে আমরা হাসপাতালে এসেছি। রোগীরাও আসছেন। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন ভর্তিও দেওয়া হচ্ছে।

ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। ফাইল ছবি

হাসপাতালের পরিচালক অধ্যাপক খায়ের আহমদ চৌধুরী বলেন, শনিবার থেকে হাসপাতালের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এর আগে, শুক্রবার (১৩ জুন) আউটডোর ও ইমারজেন্সি চালু হয়েছিল।

গত ২৮ মে হাসপাতালের কর্মচারীরা কর্মবিরতি শুরু করলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ান সেখানে চিকিৎসাধীন জুলাইযোদ্ধা এবং চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা। এরপর থেকে নিরাপত্তার দাবিতে হাসপাতালে আসা বন্ধ রাখেন চিকিৎসক, কর্মচারীরা। ফলে চক্ষু চিকিৎসায় দেশের সবচেয়ে বড় হাসপাতালে সেবা বন্ধ হয়ে যায়। তবে গত ৪ জুন ওই হাসপাতালের জরুরি বিভাগ চালু হয়।