এআই উন্নয়ন বিষয়ক সেমিনার 

রোগ নির্ণয়ে নির্ভুলতা বাড়াতে এআই : যৌথ গবেষণায় বিএমইউ-বুয়েট

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) যৌথভাবে চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচনে গবেষণা শুরু করেছে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এআই শুধু সময় ও খরচ কমাবে না, রোগ নির্ণয়ে এনে দেবে নির্ভুলতা, দ্রুততা ও কার্যকারিতা। এর ফলে রোগীরা যেমন উন্নত স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন, তেমনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও কাজ হবে সহজ ও নির্ভরযোগ্য।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগস্ত সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এসব তথ্য জানান। 

বিএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, এআই প্রযুক্তি চালু হলে রোগীরা যেমন দ্রুত রিপোর্ট পাবেন, তেমনি চিকিৎসার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। চিকিৎসা নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানো, রিপোর্ট পেতে দেরি হওয়া কিংবা ভুল রোগ নির্ণয়ের মতো সমস্যা অনেকটাই কমে আসবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। সভাপতি হিসেবে বক্তব্য দেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম 

সেমিনারে আরও বক্তব্য রাখেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. তৌফিক হাসান ও অধ্যাপক ড. এম তারিক আরাফাত। 

সেমিনারে বিএমইউর শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম. আবু হেনা চৌধুরী, ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্তসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। পাশাপাশি বুয়েটের উপ-উপাচার্য ও সংশ্লিষ্ট প্রকৌশলীরাও অংশ নেন।