বৃষ্টি কিংবা অসাবধানতাবশত পানিতে মোবাইল ফোন পড়ে যাওয়া এখন একটি সাধারণ ঘটনা। তবে এ সময় সামান্য অসতর্কতা থেকেই ঘটতে পারে স্থায়ী ক্ষতি, এমনকি পুরোপুরি ফোন নষ্ট হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ফোন ভিজে গেলে সর্বপ্রথম করণীয় হচ্ছে সেটি সঙ্গে সঙ্গে বন্ধ করে রাখা।
কারণ ফোন চালু অবস্থায় থাকলে ভেতরে প্রবেশ করা পানির কারণে শর্ট সার্কিট হতে পারে। এতে ব্যাটারি, মাদারবোর্ড বা ডিসপ্লের মতো গুরুত্বপূর্ণ অংশ অপরিবর্তনীয়ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
বৃষ্টিতে বা পানিতে ফোন ভিজে গেলে করণীয়
ফোন বন্ধ করুন
ফোন ভিজে গেলে কখনোই তা চালু অবস্থায় ব্যবহার করা যাবে না।
ব্যাটারি, সিম ও মেমোরি কার্ড খুলে ফেলুন
রিমুভেবল ব্যাটারি থাকলে তা খুলে নিন। পাশাপাশি সিম ও মেমোরি কার্ডও বের করে শুকনো কাপড়ে মুছে ফেলুন।
শুকনা কাপড় বা টিস্যুতে মুছুন
ফোনের বাইরের অংশ আলতো করে মুছে ফেলুন। তোয়ালে বা কাগজের টিস্যুও ব্যবহার করা যেতে পারে।
হেয়ার ড্রায়ার বা হিটার ব্যবহার করবেন না
গরম বাতাসে শুকানোর চেষ্টা করলে ফোনের ভেতরের সার্কিট অতিরিক্ত তাপে ক্ষতিগ্রস্ত হতে পারে।
চাল ভর্তি পাত্রে রাখুন
ভিজে যাওয়া ফোন ২৪-৪৮ ঘণ্টা চালের মধ্যে রেখে দিন। চাল প্রাকৃতিকভাবে আর্দ্রতা শুষে নেয়।
সিলিকা জেল ব্যবহার করুন
চালের বিকল্প হিসেবে সিলিকা জেল ব্যবহার করা যায়। এটি আরও কার্যকরভাবে ভেতরের আর্দ্রতা শুষে নিতে পারে।
Mobile phone
যা করবেন না
- ফোন হালকা ভিজলেও চার্জে দেবেন না
- ফোন ঝাঁকাবেন না- এতে পানি আরও ছড়িয়ে পড়তে পারে
- তাড়াহুড়ো করে সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন না- আগে ভালোভাবে শুকাতে দিন
সকল সতর্কতা নেওয়ার পরও যদি ফোন চালু না হয় বা আচরণে বিভ্রান্তি দেখা দেয় (যেমন: স্ক্রিন ঝাপসা, সাউন্ড কাজ না করা, হিট হওয়া), তাহলে অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ানের সহায়তা নিতে হবে।
প্রযুক্তি বিশ্লেষক বলেন, ফোন ভিজে গেলে প্রথম প্রতিক্রিয়া অনেক সময়েই ভুল হয়। কেউ চালু রাখেন, কেউ চার্জে দেন। এসব ভুলেই ক্ষতি হয় সবচেয়ে বেশি।