মা দিবসের আয়োজন

মা দিবস উপলক্ষে ফ্যাশন হাউজগুলো মাকে শ্রদ্ধা জানিয়ে সাজিয়েছে তাদের পণ্যের পসরা। বরাবরের মতোই মায়েদের জন্য আরামদায়ক  পোশাক, উপহার সামগ্রী রয়েছে তাদের আয়োজনে। সেই সঙ্গে থাকছে বিশেষ ছাড়।

ছবি: রঙ বাংলাদেশ

রঙ বাংলাদেশ

জনপ্রিয় ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ বিশেষ কালেকশন নিয়ে এসেছে মা দিবস উপলক্ষে। এই কালেকশনে রয়েছে যে কোনো বয়সী মায়েদের উপযোগী পোশাক। রঙ বাংলাদেশের মূল কালেকশন ছাড়াও সাবব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলিতেও রয়েছে মা দিবসের বিশেষ আয়োজন। পোশাক তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। এই কালেকশনের পোশাকে ভ্যালুঅ্যাড করা হয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ড এমব্রয়ডারি ও মেশিন এমব্রয়ডারির নকশায়। থাকছে সুতি শাড়ি, সালোয়ার-কামিজ-ওড়না, সিঙ্গেল কামিজ, ওড়না, শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, গয়না ও ব্যাগ। রঙ বাংলাদেশের সব আউটলেট ও অনলাইন থেকে কিনতে পারবেন বিশেষ দিনের পোশাক ও উপহার সামগ্রী।

ছবি: বিশ্বরঙ

বিশ্বরঙ

সব উৎসব পার্বণে ‘বিশ্বরঙ’-এর থাকে বিশেষ বিশেষ আয়োজন। তাই মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ‘বিশ্বরঙ’ এবং এর সহযোগী প্রতিষ্ঠান ‘শ্রদ্ধা’য় রয়েছে মায়ের জন্য কেনাকাটায় ২০ শতাংশ মূল্যছাড়। বিশ্ব মা দিবস উপলক্ষে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ। গরমের কথা মাথায় রেখে পোশাকে ব্যবহার করা হয়েছে আরামদায়ক সুতি, লিনেন, ভয়েল, স্ল্যাব কাপড়। পোশাকগুলোয় উজ্জ্বল রঙের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি। এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্ট ইত্যাদি।

জনপ্রিয় ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ বিশেষ কালেকশন নিয়ে এসেছে মা দিবস উপলক্ষে। এই কালেকশনে রয়েছে যে কোনো বয়সী মায়েদের উপযোগী পোশাক। রঙ বাংলাদেশের মূল কালেকশন ছাড়াও সাবব্র্যান্ড শ্রদ্ধাঞ্জলিতেও রয়েছে মা দিবসের বিশেষ আয়োজন। পোশাক তৈরি করা হয়েছে আরামদায়ক কাপড়ে। এই কালেকশনের পোশাকে ভ্যালুঅ্যাড করা হয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ড এমব্রয়ডারি ও মেশিন এমব্রয়ডারির নকশায়। থাকছে সুতি শাড়ি, সালোয়ার-কামিজ-ওড়না, সিঙ্গল কামিজ, ওড়না, শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ, গয়না ও ব্যাগ। রঙ বাংলাদেশের সব আউটলেট ও অনলাইন থেকে কিনতে পারবেন বিশেষ দিনের পোশাক ও উপহার সামগ্রী।