সময়ের চাকা আর গ্রহ-নক্ষত্রের অবস্থান আমাদের জীবনে প্রতিনিয়ত নতুন প্রভাব ফেলে। কখনো নিয়ে আসে সাফল্যের ইঙ্গিত, আবার কখনো সতর্ক করে দেয় আগামীর চ্যালেঞ্জ সম্পর্কে। আপনার দিনটি কেমন যাবে, কর্মক্ষেত্রে কোনো সুযোগ অপেক্ষা করছে কি না, কিংবা ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ আজ কেমন হবে- সবকিছুর আভাস পেতে জেনে নিন আজকের রাশিফল। খবর সংযোগের পাঠকদের জন্য আজকের রাশিফল তুলে ধরা হলো -
মেষ/ এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০) : দিনটাতে মোটের উপর শরীর সুস্থ থাকবে। তবে কর্মক্ষেত্রে সামান্য অশান্তি হতে পারে। কাউকে ঋণ দিতে পারেন। কর্মভাগে দিনটি সবদিক উজ্জ্বল থাকবে। প্রেমে সীমানা অতিক্রম করতে পারেন। দিনটি পরিকল্পনামাফিক এগোবে।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১) : দিনটাতে ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ব্যবসায়ে আর্থিক লেনদেনে সতর্কতা নাও থাকতে পারেন। আজ সবকিছু বুদ্ধি দিয়ে সামলাতে হবে। কর্মভাগে কিছু সমস্যা হতে পারে। নতুন কিছু অর্জন করতে পারেন। সুযোগকে কাজে লাগাতে পারেন। কোনও সহকর্মীর সাথে সময় কাটাতে পারেন।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : দিনটাতে কারো সাথে তর্কে জড়িয়ে পড়তে পারন। অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বাকবিতন্ডা হবে। কর্মভাবে নিজের সেরাটা দিতে অক্ষম হতে পারেন। আজ কিছু হারিয়ে ফেলতে পারেন। বেশকিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।
কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩) : দিনটা মোটের উপর মানসিক শান্তি বজায় থাকবে। তবে কোনওভাবে হতাশা গ্রাস করতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে জটিলতা বাড়তে পারে। আজ ব্যবসায়িকক্ষেত্রে না ভেবেই সিদ্ধান্ত নিতে পারেন। তবে মেজাজ হারালে চলবে না। ব্যবসায়ে মুনাফা পেতে পারেন।
সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩) : দিনটাতে মানসিক সুখ থাকবে। তবে জরুরি কাজগুলো আজ শেষ নাও হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে আজ বিশেষ কিছু প্ল্যান করতে পারেন। বাড়তি অর্থ ব্যয়ের প্রবল সম্ভবনা রয়েছে। নিজ মাধুর্যতা অন্যকে আকর্ষণ করবে। কাজের পরিবর্তনে সুখী হবেন না।
কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩) : দিনটাতে নতুন কিছু ঘটতে পারে। প্ল্যানমাফিক আজ কাজ নাও হতে পারে। তবে এমন ভাবনা আসতে পারে যে আপনি একা। তবে মুশকিলে সহকর্মীর সাহায্য পাবেন। অযথা কাউকে সন্দেহ করতে পারেন।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩) : দিনটাতে স্বাস্থ্য নিয়ে অবহেলা করতে পারেন। জীবনটা একটু উশৃঙ্খল হয়ে উঠতে পারে। আর্থিক সঙ্কট থেকে মুক্তি নাও পেতে পারেন। তবে পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। প্রেম সম্পর্কে ভাল সম্পর্ক বজায় থাকবে।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২) : দিনটাতে প্ল্যানমাফিক নাও চলতে পারে। তবে আজ নতুন কিছু জানতে পারবেন। বন্ধু স্থানীয়র সাথে ভালো সময় কাটবে। প্রেম প্রতিশ্রুতি চাইলে এখনই না দেওয়াই ভাল। ভিন্নভাবে কিছু আদায় করতে পারেন। ভেদাভেদ ভুলে যেতে পারেন।
ধনু/ স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১) : দিনটাতে ব্যক্তিগত জটিলতা মানসিক সমস্যায় ফেলতে পারে। তবে আজ আকর্ষণীয় কিছু ঘটনা বজায় থাকবে। আর্থিক সমঝোতা চূড়ান্ত হবে। সহকর্মীর থেকে সাহায্য পাবেন। অফিসে অলস ভাব থাকবে। দ্বিধা থাকবে তবে কাজ করে যাবেন।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০) : দিনটাতে মনে ধর্মীয়ভাব বজায় থাকবে। জ্ঞান আহরণ করতে পারেন। বিবেচনা না করেই কাউকে ঋণ দিতে পারেন। বন্ধুদের থেকে ব্যক্তিগত জীবনে ভাল পরামর্শ পাবেন। আজ প্রত্যাশা অনুযায়ী ফল না পেতে পারেন।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯) : দিনটাতে আপনার মধ্যে শিশুসুলভ স্বভাব দেখা যেতে পারে। কৌতুকপূর্ণ মেজাজে থাকবে। লেনদেনে অবিচ্ছিন্ন ভাবে বজায় থাকবে। ব্যবসায়ে বেশকিছু হারাতে পারেন। জীবন সঙ্গীর সঙ্গে মানসিক দ্বন্দ বাধতে পারে।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০) : দিনটাতে কোনওভাবে কারো প্রতি ঘৃণাভাব দেখা দিতে পারে। ব্যয় সাপেক্ষ মনোভাব দূরে করুন। ধৈর্যক্ষমতা কম থাকতে পারে। বিবেচনা ক্ষমতা আরও শক্ত হবে। প্রেম সম্পর্ক ভালো থাকবে। কর্মচারীদের পেশায় উন্নতি।