কেমন কাটবে দিন, রাশিফলে জেনে নিন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম

আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে ? আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন তবে দেখে নিতে পারেন আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে।

জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রে মোট রাশি ১২টি। এগুলো হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। জেনে নিন সোমবার (২৬ জানুয়ারি) ১২টি রাশির জাতক-জাতিকাদের নিয়ে কী বলছে এই শাস্ত্র-

মেষ/ এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০): দিনটাতে কিছুক্ষেত্রে জ্ঞান লাভ হতে পারে। সম্মান বৃদ্ধি পেতে পারে। তবে অর্থ ব্যয় থাকবে। বিতর্কের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ রাখুন। জেদ আপনার বিপদ ডেকে আনতে পারে। এমন মানুষের সঙ্গে যোগাযোগ ছেদ হতে পারে, যে আপনার শুভাকাঙ্খী। আজ ক্লান্তি থাকবে তবে এগিয়ে যান।

বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১): দিনটাতে আপনার কাজ অন্যকে সমস্যায় ফেলবে। দাম্পত্যে সুখ থাকবে। ব্যবসায়ে ফল পাবেন। অনেকেই আপনার প্রশংসা করবেন। স্বপ্ন বাস্তবায়িত হওয়ার সময়। প্রেম সবকিছুর বিকল্প নয়, ফলে তা মাথায় রাখুন। অর্থ যোগ মোটের উপর শুভ।

মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১): দিনটাতে নতুন কিছু ঘটনা ঘটতে পারে। আজ প্ল্যান করেই সবকিছু এগোতে পারে। ব্যবসায়ে মিশ্রফল পেতে পারেন। অফিসে কুড়েমি পেয়ে বসতে পারে। দিনটিতে আলস্য আসতে পারে। ভ্রমনের পরিকল্পনা করতে পারেন।

কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩): দিনটিতে মনে আনন্দ থাকবে। তবে আজ নাও অর্থের গুরুত্ব নাও বুঝতে পারেন। বন্ধুস্থানীয় কেউ বড় সমস্যায় ফেলতে পারে। আজ অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। প্রেমে মন ব্যাকুল থাকবে।

সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩): দিনটাতে কর্মে উদ্যমতা থাকবে। প্রদত্ত সুযোগ কাজে লাগাতে পারেন। অর্থনৈতিক সুবিধা মোটের উপর শুভ। প্রেমের জন্য ভাল সময়। ব্যবসায় প্রতারণা হতে পারেন। ভ্রমণ যোগ মোটের উপর শুভ।

কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): দিনটাতে আজ নতুন কিছু করতে পারেন। তবে সময় নষ্টও হতে পারে। একলা কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায়ে অংশীদারদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ অন্যের পরামর্শ নিয়ে কাজ করতে পারেন।

তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): দিনটাতে বেপরোয়া আচরণে ঝামেলায় পড়তে পারেন। অর্থ হারানোর সম্ভাবনা রয়েছে। মেজাজ পরিবর্তন হতে পারে। আজ ইচ্ছে পূরণ নাও হতে পারে। একটু বিরক্তি থাকবে, তবে মনের উপর চাপ দেবেন না। সময় নষ্ট হবে।

বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): দিনটাতে আর্থিক অবস্থা অনুকূল থাকবে। আজ যেচে অন্যের সঙ্গে সম্পর্ক পাতাতে পারেন। এমন কিছু করতে পারেন যাতে নিজেই লজ্জা পেতে পারেন। প্রিয়জনের সঙ্গে তর্ক বাধতে পারে। আজ অফিসে ভেবে চিন্তেই পদক্ষেপ নিন।

ধনু/স্যাজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): দিনটাতে শরীর ভাল নাও থাকতে পারে। অর্থ বিনিয়োগ থেকে লাভ পাবেন। ব্যক্তিগত জীবনে চাপ থাকবে। সমাজসেবা করতে পারেন। সাহায্যের হাত পাবেন অনেক। কর্মক্ষেত্রে আটকে থাকবেন।

মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): দিনটিতে একাধিক উৎস থেকে অর্থ উপার্জন হতে পারে। নতুন বন্ধু পেতে পারেন। দিনটি আপনার জন্য একটু ভালো। অনেকের সঙ্গে ভালবাসা ভাগ করে নিতে পারেন। তবে অংশীদারী ব্যবসায়ে মতভেদ হতে পারে।

কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): দিনটাতে ব্যবসায়িক কিছু সমস্যা থাকতে পারে। কিছু খারাপ প্রভাব পরতে পারে। অর্থ যোগ শুভ। অর্থের অধিকারী হতে পারেন। দিন শেষে মানসিক শান্তি থাকবে। প্রেমে ইতিবাচক অনুভূতি থাকবে।

মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): দিনটাতে জরুরি কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। মানসিক বিচলিত থাকবেন। উত্তেজনাও বজায় থাকতে পারে। মূল্যবান জিনিষ হারাতে পারেন। ভালবাসার অনুপস্থিতি বোধ করতে পারেন। অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।

SN
আরও পড়ুন