চোখের নিচের কালো শুধু সৌন্দর্যই নষ্ট করে না, বরং আপনাকে ক্লান্ত ও বয়সী দেখায়। ঘুমের অভাব, মানসিক চাপ, অপুষ্টি ও বেশি সময় স্ক্রিনে তাকিয়ে থাকা এর কারণ হতে পারে। তবে ভালো খবর হলো এই সমস্যা কমাতে রান্নাঘরের উপাদানই হতে পারে সহজ সমাধান!
পুষ্টিবিদ ও ত্বক বিশেষজ্ঞদের মতে, চোখের নিচের কালো দূর করতে আলু খুবই কার্যকর। এতে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক ব্লিচিং উপাদান ত্বকের কালোভাব কমায়।
কিভাবে ব্যবহার করবেন
* একটি কাঁচা আলু ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন।
* পাতলা স্লাইস করে কেটে নিন অথবা ব্লেন্ড করে রস বের করুন।
* স্লাইস বা তুলো দিয়ে আলুর রস চোখের নিচে লাগান।
* ১০-১৫ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে অন্তত ৩-৪ বার এভাবে ব্যবহার করলে কয়েক দিনের মধ্যে পরিবর্তন চোখে পড়বে।
ডার্ক সার্কেল
অতিরিক্ত টিপস
* পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন (প্রতিদিন ৭-৮ ঘণ্টা)।
* পর্যাপ্ত পানি পান করুন, যাতে ত্বক হাইড্রেটেড থাকে।
* ভিটামিন সি ও আয়রনসমৃদ্ধ খাবার খেতে চেষ্টা করুন।
বিশেষজ্ঞদের মতে, আলুর মতো প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহার করলে চোখের নিচের কালো অনেকটাই হালকা হয়ে যায়, আর ত্বক ফিরে পায় উজ্জ্বলতা ও সতেজতা।