বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৯ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত এই জ্যেষ্ঠ কূটনীতিক আগামী ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
শপথ গ্রহণ শেষে ক্রিস্টেনসেন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত।’
তিনি আরও জানান, ঢাকায় মার্কিন দূতাবাসের শক্তিশালী দলটির নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করাই হবে তার লক্ষ্য। সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য অনুযায়ী আমেরিকাকে নিরাপদ ও শক্তিশালী করতে তিনি কাজ করে যাবেন।
ঢাকায় মার্কিন দূতাবাস এক বার্তায় নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেছে, অভিজ্ঞ এই কূটনীতিকের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। ব্রেন্ট ক্রিস্টেনসেন এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় দায়িত্বরত ছিলেন।