ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য জানাল ফায়ার সার্ভিস

সারাদেশে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্প শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হয়। পরে বেলা ১২টার দিকে বিভিন্ন স্থানের পরিস্থিতির হালনাগাদ তথ্য জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আরমানিটোলা কসাইটুলি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গিয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা ৩ জনকে মৃত ঘোষণা করেন। 

মিটফোর্ড হাসপাতাল থেকে এএসআই জাকারিয়া হোসেন নয়ন ফায়ার সার্ভিসকে নিশ্চিত করেছেন, আরমানিটোলা কসাইটুলির ঘটনায় মিটফোর্ড হাসপাতালে ৩ জন মারা গেছেন। ১০ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা ভবনে একটি ইট পড়ে একজন আহত। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেছে।

এছাড়া বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসা বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি।

অন্যদিকে সূত্রাপুর স্বামীবাগ আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের সূত্রাপুর স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গেছেন। 

এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।

ভূমিকম্পের কারণে কলাবাগানের আবেদখালী রোডে একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে ভবন ঠিক আছে বলে জানা গেছে। 

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা বাড়িতে আগুন। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে গেছে।