শুক্রবার সকালে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। তবে পুলিশ স্পষ্ট করেছেন, এই খবরটি সত্য নয়।
শুক্রবার (২১ নভেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসাইন এ তথ্য জানান।
তিনি বলেন, ভূমিকম্পের প্রভাবে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার সংবাদ আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে আসে। পরিদর্শন করে দেখা যায় সেখানে কোনো ভবন হেলে পড়েনি।
এদিকে, ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকে ফোনকল করে পরিস্থিতি জানাচ্ছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকায় এখন পর্যন্ত তিন থেকে চারটি ভবন হেলে পড়ার খবর তারা পেয়েছেন।
ভূমিকম্পের উৎসস্থল নরসিংদী হওয়ায় ঢাকাবাসীর জন্য সতর্কবার্তা