আগামী নির্বাচনে এনসিপি সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে যাতে সকল সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা নিশ্চিত হয় সেই লক্ষ্যে এগিয়ে যাবো এবং কাজ করবো।
রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌনে সাতটায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে শুভেচ্ছা জানাই এবং যে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশে তাদের সমান মর্যাদা এবং সমান অধিকার নিশ্চিত হয় সেই জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে।’
নাহিদ ইসলাম বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের নানান দাবি দাওয়ার কথাও আমরা শুনেছি। অন্তর্বর্তী সরকারের অনেক কিছু চেষ্টা করেছে। অনেক কিছু পূরণ হয় নাই, তাদের দাবি দেওয়া যাতে পূরণ করে নেওয়া হয় সরকারকে সেই আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে অনিরাপদ বোধ যাতে না হয় সেই জন্য সকলে মিলে আমাদেরকে কাজ করতে হবে। এবং সেই দায়িত্ব আমাদের সকলের।’