শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারাদেশে মনিটরিং টিম গঠন করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও থানায় এনসিপির সংশ্লিষ্ট ইউনিটগুলোকে স্থানীয় পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করতে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশ দিয়েছেন।
নির্বাচন নিয়ে ‘নীলনকশা’ হলে জনগণ ছেড়ে দেবে না: রিজভী