জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়নে চলতি বছরের নভেম্বরে গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কথা বলেন।

তাহের বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের জন্য সরকারকে আহ্বান জানিয়েছি। এটি যেন একটি কার্যকর আদেশ আকারে জারি করা হয়, কারণ অধ্যাদেশ দুর্বল ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে।’

তিনি জানান, ‘এ বিষয়ে সরকারের পাশাপাশি বিভিন্ন বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা চলছে। সবাই বলছে এটি আদেশ আকারে জারি করে গণভোটে নিতে হবে। বিএনপিও শুরুতে দ্বিমত করলেও এখন গণভোটে সম্মত হয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।’

তবে বিএনপির ওপর আংশিক বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘বিএনপি গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে চায় যা একটি জটিলতা তৈরি করছে। অথচ আমরা বলেছি, গণভোট আর জাতীয় নির্বাচন দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। গণভোটে রিফর্ম কমিটি নির্ধারণ হবে, আর জাতীয় ভোটে দেশ পরিচালনার সরকার।’

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে সরকারি প্রশাসনে একতরফা দলীয় আনুগত্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। ডা. তাহের বলেন, ‘৭০-৮০ শতাংশ সরকারি কর্মকর্তা-কর্মচারী একটি রাজনৈতিক দলের অনুগত। নির্বাচনের আগে এই দলীয় প্রভাব দূর করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এজন্য পদায়ন ও বদলিতে ভারসাম্য আনতে অন্তর্বর্তী সরকারকে বলেছি।’

বিকেল ৬টায় যমুনায় পৌঁছানো জামায়াতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডা. তাহের। অন্য সদস্যরা হলেন, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাসুম, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আযাদ।