ভিডস: লেখা-ছবি থেকেই এবার তৈরি হবে ভিডিও

ভিডিও তৈরি এখন আর শুধুমাত্র পেশাদার ভিডিও এডিটরদের কাজ নয়- বরং এবার এটি চলে আসছে সবার হাতের মুঠোয়। গুগল সম্প্রতি উন্মুক্ত করেছে একটি অত্যাধুনিক এআই-নির্ভর অ্যাপ ‘ভিডস’ (Vids)। যা লেখার কিছু লাইন বা ছবিই যথেষ্ট ভিডিও তৈরি করতে। এই অ্যাপটি ভিডিও প্রোডাকশনকে সহজতর করে তুলবে ব্যক্তি ব্যবহারকারী থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্যও।

‘দ্য ভার্জ’-এর প্রতিবেদন অনুসারে, এই নতুন টুলটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা পরিচালিত হবে। এতে ব্যবহারকারীরা শুধু টেক্সট বা ছবি ইনপুট দিলেই, সেটি থেকে স্বয়ংক্রিয়ভাবে আকর্ষণীয় ভিডিও তৈরি করে দেবে এআই।

ভিডস-এর বৈশিষ্ট্যসমূহ-

  • লেখা ও ছবি থেকে স্বয়ংক্রিয় ভিডিও তৈরি
  • স্টক মিডিয়া, টেমপ্লেট এবং এআই টুলস ব্যবহারের সুবিধা
  • ভার্চুয়াল AI অ্যাভাটার, যা ভিডিও উপস্থাপকের মতো কাজ করবে
  • গুগল ওয়ার্কস্পেসের (Docs, Sheets, Slides) সঙ্গে ইন্টিগ্রেশন
  • ৮ সেকেন্ডের শর্ট ভিডিও তৈরি করার ক্ষমতা

সার্চজিপিটি

গুগলের ‘ভিডস’ মূলত ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেটিং টিম, শিক্ষক, কনটেন্ট নির্মাতা এবং কর্পোরেট প্রেজেন্টেশনের জন্য দারুণভাবে কার্যকর হতে পারে। ব্যবহারকারীরা এই টুল দিয়ে-

  • প্রমোশনাল ভিডিও
  • পণ্যের ডেমো
  • প্রশিক্ষণ ভিডিও
  • অফিস প্রেজেন্টেশন

ভিডস অ্যাপটি গুগল ওয়ার্কস্পেস-এর সাথে সংযুক্ত থাকবে, যার ফলে ডকস, শিটস কিংবা স্লাইডসে থাকা ডেটা সরাসরি নিয়ে ভিডিও তৈরি করা যাবে। এতে অফিস বা ব্যবসার কাজ হবে আরও দ্রুত এবং প্রফেশনাল।

সবচেয়ে বড় বিষয় হলো, এতদিন শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীর জন্য সীমিত ছিল এই ফিচার, তবে এখন থেকে এটি সবার জন্য উন্মুক্ত। ফলে সাধারণ ব্যবহারকারীরাও এখন সহজে ভিডিও বানাতে পারবেন, যার জন্য অতিরিক্ত সফটওয়্যার শেখার প্রয়োজন হবে না।

গুগল বলছে, ‘ভিডস’ এমন একটি টুল হতে যাচ্ছে, যা অদূর ভবিষ্যতে পেশাদার ভিডিও নির্মাণের ধারণা বদলে দেবে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অল্প সময়ে উচ্চমানের ভিডিও কনটেন্ট তৈরি করতে পারবে।

গুগলের ‘ভিডস’ এখন ভিডিও নির্মাণে আনছে নতুন যুগের সূচনা। শুধু লেখা ও ছবি দিয়েই তৈরি করা যাবে প্রফেশনাল ভিডিও-তা-ও একেবারে কয়েক ক্লিকে। প্রযুক্তির এই অগ্রগতি ভিডিও কনটেন্ট নির্মাণে সত্যিকার অর্থেই একটি বিপ্লব আনবে বলে ধারণা প্রযুক্তিবিদদের।