কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) নির্ভর স্মার্ট প্রযুক্তিতে এবার নতুন মাত্রা যোগ করল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এআই স্মার্ট করিডর ব্যবহারে যাত্রীরা মাত্র ৬ সেকেন্ডেই ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন-তাও কোনো পাসপোর্ট দেখানো ছাড়াই।
খালিজ টাইমস জানায়, যাত্রীদের কোনো কাউন্টারে দাঁড়াতে হচ্ছে না, নেই পাসপোর্ট স্ক্যান বা ফিঙ্গারপ্রিন্টের ঝামেলা। যাত্রী শুধু লাল কার্পেট পাতা একটি করিডোর দিয়ে হাঁটেন, আর সেখানে স্থাপিত অদৃশ্য সেন্সর ও ফেস স্ক্যানার স্বয়ংক্রিয়ভাবে তাদের পরিচয় যাচাই করে নেয়। করিডরের শেষে স্ক্রিনে দেখা যায়- ‘ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন’
দুবাই রেসিডেন্সি ও ফোরেইনার্স অ্যাফেয়ার্সের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি জানিয়েছেন, শুধু সময়ই নয়, এআই প্রযুক্তি নিরাপত্তাও বহুগুণে বাড়াচ্ছে। সন্দেহজনক যাত্রী, ভুয়া পাসপোর্ট বা নথি শনাক্ত হলে, সিস্টেম নিজে থেকেই তা বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দিচ্ছে।
স্মার্ট করিডরটি একসঙ্গে ১০ জন যাত্রীকে স্ক্যান ও প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। বয়স্ক বা হুইলচেয়ার ব্যবহারকারীরাও এই করিডর পেরিয়ে যাচ্ছেন কোনো রকম ভোগান্তি ছাড়াই।
প্রথমবার এ করিডর ব্যবহার করে ব্রিটিশ পর্যটক ক্রেগ কে বলেন,‘আমি নিয়মিত ভ্রমণ করি, কিন্তু এমন অভিজ্ঞতা এই প্রথম। কোনো পাসপোর্ট দেখাতে হয়নি, কোনো অপেক্ষাও করতে হয়নি। অসাধারণ সিস্টেম।’
বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালু থাকলেও শিগগিরই বিমানবন্দরের সব টার্মিনাল ও আগমন প্রক্রিয়াতেও এই প্রযুক্তি চালু করা হবে। তখন ইমিগ্রেশন হবে পুরোপুরি লাইনহীন, স্পর্শবিহীন ও দ্রুততম।
দুবাই বিমানবন্দর যে ভবিষ্যতের প্রযুক্তির পথ দেখাচ্ছে, তা আবারও প্রমাণিত হলো এই এআই-নির্ভর ইমিগ্রেশন করিডর চালুর মাধ্যমে। এটি বিশ্বব্যাপী বিমানবন্দর ব্যবস্থাপনার মানদণ্ড পাল্টে দেওয়ার সম্ভাবনা রাখে।