স্মার্টওয়াচের মতো এখন ইয়ারবাডেই পাওয়া যাবে জিপিএস, আবহাওয়ার আপডেট এবং গুগল সার্চের মতো উন্নত সব সুবিধা। প্রযুক্তিপ্রেমীদের জন্য এমনই এক অত্যাধুনিক ডিভাইস ‘বাডস এয়ার ৮’ বাজারে নিয়ে এসেছে জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত এই ইয়ারবাডটিতে সাধারণ অডিও ফিচারের পাশাপাশি যুক্ত করা হয়েছে লাইভ ট্রান্সলেশন এবং ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো স্মার্ট ফিচার।
রিয়েলমি বাডস এয়ার ৮-এ ব্যবহার করা হয়েছে ১১এমএম + ৬এমএম ডুয়াল-ড্রাইভার সেটআপ। এটি এসবিসি (SBC), এএসি (AAC) এবং এলএইচডিসি (LHDC) অডিও কোডেক সমর্থন করে, যা ব্যবহারকারীকে উচ্চ-মানের অডিও অভিজ্ঞতা প্রদান করবে। শব্দ নিয়ন্ত্রণের জন্য এতে রয়েছে ৫৫ ডিবি (55dB) পর্যন্ত রিয়েল-টাইম অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC)। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এটি ব্যবহারকারীর কানের আকৃতি ও পোশাকের স্টাইলের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে নয়েজ ক্যান্সেলেশন সামঞ্জস্য করতে সক্ষম।
এই ইয়ারবাডটির সবচেয়ে বড় আকর্ষণ হলো গুগল জেমিনি (Google Gemini) চালিত ‘এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ২.০’। এর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ইয়ারবাডকেই আবহাওয়ার খবর, সাধারণ জ্ঞান বা যেকোনো পরামর্শ জিজ্ঞাসা করতে পারবেন। এছাড়া এতে রয়েছে এআই লাইভ ট্রান্সলেটর, যা ৩০টিরও বেশি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করতে সক্ষম।
ক্লিয়ার কলিং নিশ্চিত করতে প্রতিটি ইয়ারবাডে তিনটি করে মোট ছয়টি মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। ব্লুটুথ ৫.৪ প্রযুক্তির এই ডিভাইসটি একসঙ্গে তিনটি ডিভাইসের সঙ্গে যুক্ত করা যাবে এবং এর কার্যকর রেঞ্জ ১০ মিটার পর্যন্ত। গেমারদের জন্য এতে রয়েছে লো-লেটেন্সি পারফরম্যান্স।
রিয়েলমি দাবি করছে, এএনসি বন্ধ থাকা অবস্থায় ইয়ারবাডগুলো একবার চার্জে ১৪ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৫৮ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম দেবে। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ইয়ারবাডগুলো পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র এক ঘণ্টা।
ধুলো ও পানি থেকে সুরক্ষা নিশ্চিত করতে এতে রয়েছে IP55 রেটিং। মাস্টার গ্রে, মাস্টার গোল্ড এবং মাস্টার পার্পল এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে ইয়ারবাডটি। ভারতে এর দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৯৯ রুপি।
আইএমইআই ক্লোন মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
ভূমিকম্পের অ্যালার্ট পেতে স্মার্টফোনের সাহায্য নিন
