চীনের মহাকাশ সংস্থা সিএনএসএ এক বিরল দৃশ্য প্রকাশ করেছে। মনুষ্যবিহীন নভোযান থিয়েনওয়েন-২ প্রোব তার রোবোটিক বাহুতে স্থাপিত মনিটরিং ক্যামেরায় তুলেছে পৃথিবীর ছবি। বুধবার (১ অক্টোবর) প্রকাশিত ওই ছবিতে দেখা যায় চীনের পাঁচ তারকাখচিত লাল পতাকা, সাদা রিটার্ন ক্যাপসুল এবং বহুদূরে ঝলমল করছে নীলাভ পৃথিবী।
সিএনএসএর তথ্যমতে, বর্তমানে থিয়েনওয়েন-২ পৃথিবী থেকে প্রায় ৪ কোটি ৩০ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে। এর লক্ষ্যবস্তু হলো গ্রহাণু ২০১৬এইচও৩, যা পৃথিবী থেকে প্রায় সাড়ে চার কোটি কিলোমিটার দূরে অবস্থিত।
মিশন কর্মকর্তারা জানান, প্রোবটি ইতোমধ্যে সফলভাবে একাধিক কক্ষপথ পরীক্ষা সম্পন্ন করেছে। এর মধ্যে রয়েছে স্যাম্পলিং যন্ত্রপাতি মোতায়েন, ইলেকট্রনিক যন্ত্রের কার্যকারিতা যাচাই এবং মহাশূন্য পরিবেশে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ। সব সিস্টেম স্বাভাবিকভাবে কাজ করছে এবং যন্ত্রগুলো ইতোমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো শুরু করেছে।
গত ২৯ মে উৎক্ষেপিত থিয়েনওয়েন-২ হলো চীনের প্রথম গ্রহাণু-নমুনা সংগ্রহ মিশন। দশকব্যাপী এ অভিযানের প্রধান লক্ষ্য গ্রহাণু ২০১৬এইচও৩ থেকে নমুনা সংগ্রহ এবং পরবর্তীতে ধূমকেতু ৩১১পি-তে গিয়ে অনুসন্ধান চালানো।
বিশ্বজুড়ে মহাকাশ অনুরাগীদের কাছে পৃথিবীর সঙ্গে তুলা এই অনন্য ‘সেলফি’ ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: সিএমজি