বছরের প্রথম সুপারমুন দেখা মিলবে ৬ ও ৭ অক্টোবর

২০২৫ সালের প্রথম সুপারমুন আজ ৬ অক্টোবর ও আগামীকাল ৭ অক্টোবর রাতে আকাশে দেখা যাবে। এটি চলতি বছরের সবচেয়ে উজ্জ্বল এবং বৃহত্তম চাঁদ হবে। ২০২৪ সালের নভেম্বর পর এটিই প্রথম সুপারমুন, যা ২০২৫ সালের শেষ তিন মাসে দেখা যেতে যাওয়া তিনটি পরপর সুপারমুনের সূচনা করবে। এই বিরল মহাজাগতিক ঘটনা আকাশপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য এক বিশাল সুযোগ নিয়ে এসেছে।

Supermoon3

সুপারমুন আসলে কী

সুপারমুন হলো চাঁদের একটি বিশেষ দশা, যখন পূর্ণিমা চলাকালীন চাঁদ পৃথিবীর কক্ষপথের সবচেয়ে কাছাকাছি বিন্দুতে (পেরিজি/Perigee) অবস্থান করে। এর ফলে পৃথিবী থেকে চাঁদকে সাধারণ পূর্ণিমার তুলনায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।

চাঁদের কক্ষপথ পুরোপুরি বৃত্তাকার না হয়ে উপবৃত্তাকার (elliptical) হওয়ায় চাঁদ ও পৃথিবীর দূরত্বে তারতম্য ঘটে। আধুনিক জ্যোতিষশাস্ত্রে এই অবস্থাকে সুপারমুন বলা হয়, যদিও এর কোনো স্বীকৃত জ্যোতির্বিজ্ঞানের নাম নেই। এর টেকনিক্যাল নাম হলো 'perigee-syzygy', যাকে বাংলায় অনেকে 'অতিকায় চাঁদ' বলে থাকেন।

Supermoon5

গুরুত্বপূর্ণ তথ্য

  • ১৯৯৩ সালের সুপারমুন সাধারণ চাঁদের চেয়ে ২০ গুণ অধিক উজ্জ্বল এবং ১৫ গুণ বড় ছিল।
  • সর্বশেষ সুপারমুন দেখা গিয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০১৫ সালে।
  • সুপারমুনের বিপরীত দশা হলো মাইক্রোমুন, যা টেকনিক্যালি 'apogee-syzygy' নামে পরিচিত এবং এ সময় চাঁদকে ছোট দেখায়।
  • সাম্প্রতিকতম সুপারমুন ১৪ নভেম্বর ২০১৬ সালে ঘটেছিল, যা ১৯৪৮ সালের পর পৃথিবীর সবচেয়ে নিকটতম সুপারমুন ছিল।
  • পরবর্তী সুপারমুন আবার আগামী ২৫ নভেম্বর, ২০৩৪ সালে দেখা যাবে।

Supermoon

হারভেস্ট মুন ও চাঁদের লালচে রঙ

অক্টোবর মাসের এই পূর্ণিমাটি হারভেস্ট মুন হিসেবেও পরিচিত। এটি সেই পূর্ণিমা যা শরৎ বিষুব সংক্রান্তির কাছাকাছি উদিত হয়। প্রাচীনকালে কৃষকরা এই উজ্জ্বল আলো ব্যবহার করে রাতে মাঠে ফসল তোলার কাজ করতেন। ২০২৫ সালের এই হারভেস্ট মুন ৭ অক্টোবর দেখা যাবে, যা ১৯৮৭ সালের পর একই সময়ে দেখা যাওয়া সর্বশেষ হারভেস্ট মুন।

দিগন্তের কাছে চাঁদ কখনো কখনো বড় এবং লাল-কমলা দেখায়। এই ঘটনাটি আসলে চোখের ভ্রম, যা Moon Horizon Illusion নামে পরিচিত। একইসঙ্গে, পৃথিবীর বায়ুমণ্ডল নীল আলোকে ছেঁকে দেওয়ায় লাল-হলুদ আলো চাঁদের ওপর পৌঁছায়, তাই দিগন্তের কাছে চাঁদকে লাল-কমলা দেখায়।

Supermoon4

পর্যবেক্ষণ ও পরবর্তী সুযোগ

উত্তর গোলার্ধের স্থানগুলো থেকে এই সুপারমুন সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের আকাশপ্রেমীরা এই উজ্জ্বল মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন।

২০২৫ সালে আরও দুটি সুপারমুন দেখা যাবে ৫ নভেম্বর এবং ৪ ডিসেম্বর। ৬ ও ৭ অক্টোবরের এই সুপারমুন শুধু রাতের আকাশকে আলোকিত করবে না, এটি প্রাচীন কৃষিজীবনের ঐতিহ্যকেও মনে করিয়ে দেবে। এই রাতে চাঁদ শনি গ্রহ এবং পেগাসাসের বর্গক্ষেত্রের সঙ্গে মিলিত হয়ে আকাশপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় দৃশ্য তৈরি করবে।