বিপিএল মাতাতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল!

অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের কথা মনে আছে? ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে তিনি ম্যাজিকাল ইনিংস খেলে আফগানিস্তানের বিপক্ষে জয় এনে দেন। যে ইনিংস দেখে অনেকেই বলেছিলেন এটাই ক্রিকেট ইতিহাসের সেরা ইনিংস। সে সময় এটাকে ‘ওয়ান ম্যান শো’ বলে বর্ণনা করেছেন লিজেন্ড ফাস্ট বোলার ওয়াসিম আকরাম।

দর্শকদের জন্য সুখবর হলো বিপিএলের এবারের মৌসুমে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লান ম্যাক্সওয়েলকে দেখা যেতে পারে। রংপুর রাইডার্সের পক্ষে খেলতে পারেন তিনি। দলটির ম্যানেজমেন্ট ম্যাক্সওয়েলের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছেন।

রংপুর রাইডার্সের পক্ষে খেলতে প্রতি ম্যাচে ৪০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৪০ লাখ টাকা চাইছেন এই অজি ক্রিকেটার। বড় অংকের পরিশ্রমিকের বিষয়টি নিয়ে আপাতত দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। এখন দেখা যাক ম্যাক্সওয়েল বিপিএলে আসতে পারেন কি না।

সিলেটের বিপক্ষে বরিশালের জয় : বিপিএলের এবারে মৌসুমে জিততে ভুলে গেছে সিলেট স্ট্রাইকার্স। ঢাকার প্রথম পর্বে দুই ম্যাচ হারা দলটি ঘরের মাঠে হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল। সব মিলিয়ে এবারের মৌসুমে পাঁচ ম্যাচের সবগুলোতে হেরেছে তারা। মঙ্গলবার রাতের ম্যাচে সিলেটকে ৪৯ রানের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরেছে ফরচুন বরিশাল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮৬ রান করে বরিশাল। মাহমুদ উল্লাহ, ৭ চার ও ২ ছক্কায় ২৪ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। ওপেনার আহমেদ শেহজাদ আউট হন ৬৬ রান করে। এ ছাড়া সৌম্য ২০ ও মুশফিক ২২ রান করেন।

১৮৬ রান লক্ষ্য নিয়ে মাঠে নামলেও ১৭.৩ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। যদিও এক পর্যায়ে জাকির হাসান ও বেনি হাওয়েল সিলেটকে জয়ের আশাই দেখাচ্ছিলেন। ৫২ রানে ৩ উইকেট হারানোর পর দুজনের জুটি থেকে সিলেট তুলে ৫৮ রান।

তবে জাকির আউট হওয়ার পর আবার ভেঙে পড়ে দলটির ব্যাটিং লাইনআপ। জাকির ৪৬ রান করে আউট হন। হাওয়েল করেন ২৪ রান। বরিশালের হয়ে মোহাম্মদ ইমরান ২৯ রানে ৪ উইকেট নিয়েছেন।

বিপিএলের শেষদিকে ফিরবেন সাকিব : অলরাউন্ডার থেকে এখন তিনি বোলার। সাকিব আল হাসান রংপুর রাইডার্সের জার্সিতে সবশেষ দুই ম্যাচে ব্যাট করেননি। তার আগের ম্যাচে নামেন আট নম্বরে। তবে ধীরে ধীরে চোখের সমস্যা কাটিয়ে উঠছেন দেশসেরা এই অলরাউন্ডার। বিপিএলের শেষ অংশে অলরাউন্ডার সাকিবকে ফিরে পাওয়ার আশা করছে রংপুর রাইডার্স।

বেশকিছু দিন ধরেই সাকিব চোখের সমস্যা ভুগছিলেন। প্রথম দিকে বড় কোনো সমস্যা না হলেও ধীরে ধীরে চোখের সমস্যাটা বাড়তে থাকে। তাই বিসিবির পক্ষ থেকে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। চিকিৎসার পর জানা যায়, সাকিব বাঁ-চোখের রেটিনার সমস্যায় ভুগছেন। এ জন্য দেখতে অসুবিধা হচ্ছে সাকিবের। আর তাই ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না।