বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে বিদায় করে চতুর্থবারের মতো ফাইনালে উঠলো ফরচুন বরিশাল। ২০১২ সালে প্রথম আসরে মাশরাফির ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বরিশাল। এরপর ২০১৫ ও ২০২২-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে যায় ফরচুন বরিশাল।
এবার ফাইনালেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পেল ফরচুন বরিশাল। বিপিএলে এ নিয়ে তৃতীয়বার ফাইনালে দেখা হচ্ছে দুটি দলের। দুইবার কুমিল্লার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বরিশাল। এবার হয়তো সেই আক্ষেপ ঘুচাতে চাইবে তামিম ইকবালের দলটি।
শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বরিশাল-কুমিল্লা। বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে যায় ফরচুন বরিশাল। তার আগে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
কুমিল্লা রেকর্ড চারবার শিরোপা জিতে নেওয়া দল। এবার তারা টানা তিন এবং পঞ্চম শিরোপার স্বপ্ন দেখছে। অন্যদিকে ফরচুন বরিশাল অতীতে তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখেছে দলটি।
বিপিএলে সবচেয়ে বেশি ১২৫ ম্যাচ খেলার রেকর্ড মুশফিকের। রানের তালিকায় তিনি আছেন তামিম ইকবালের ঠিক পরই। তবে একবারও তিনি জিততে পারেননি বিপিএলের শিরোপা।
মুশফিকের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফাইনালে যারা কখনও হারে না। ট্রফির লড়াইয়ে চারবার খেলে প্রতিটিই জিতেছে তারা। এবারও তারা কাগজ-কলমে আসরের সবচেয়ে শক্তিশালী দল। মানসিকভাবেও তারা এগিয়ে থাকবে শুক্রবারের ফাইনালে। তবে আগে কখনও যা হয়নি, এবার তা সম্ভব বলেই মনে করেন মুশফিক।
মুশফিক বলেন, প্রথমবার ট্রফি জয়ের ইচ্ছা আছে। বাকিটা ওপরওয়ালার ওপর ছেড়ে দিচ্ছি। এত দূর যখন এসেছি চেষ্টা থাকবে চ্যাম্পিয়নশিপটা নিজের করে নেওয়ার। কুমিল্লা কখনও হারেনি ফাইনালে। কে জানে, হয়তো এবারই প্রথম হারবে বলে মুচকি হাসেন মুশফিক।
