সানিয়া মির্জাকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করে আলোচনার তুঙ্গে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। বিপিএলে বরিশাল ফরচুনের হয়ে খেলছিলেন তিনি। টুর্নামেন্টের ঢাকা পর্ব শেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যান এ অলরাউন্ডার। কথা ছিল দ্রুতই ফিরে আসবেন। কিন্তু সেখানে গিয়ে মত পাল্টালেন এই তারকা ক্রিকেটার। জানিয়েছেন, বিপিএলের চলতি আসরে আর ফিরবেন না তিনি।

হঠাৎ করেই এমন তথ্যই জানিয়েছে ফরচুন বরিশাল। শোয়েব মালিকের পরিবর্তে পাকিস্তানের আরেক তারকা ব্যাটারকে দলভুক্ত করতে যাচ্ছে তারা। তিনি হলেন আহমেদ শেহজাদ। ফ্র্যাঞ্চাইজিটি বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে জানিয়েছে, এবারের মৌসুমের জন্য শোয়েব মালিক বরিশাল ছেড়েছেন।
ঢাকা ছাড়ার আগে বরিশালের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন শোয়েব মালিক। তবে ম্যাচগুলোতে আশানুরূপ নৈপুণ্য দেখাতে পারেননি। এর মধ্যে কুমিল্লার বিপক্ষে তৃতীয় ম্যাচে ৬ বলে ৭ রান। বল হাতে রংপুরের বিপক্ষে ১ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন। খুলনার বিপক্ষে পরের ম্যাচেও করেন ১ ওভার। কিন্তু রান দেন ১৮। ওই ওভারে তিনটি নো বল করেন শোয়েব। বিতর্কিত সেই ওভারের পর শেষ ম্যাচে তাঁকে বোলিং করানো হয়নি।
মাঠের বাইরে ব্যক্তিগত ইস্যু নিয়ে শোয়েব মালিককে নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পাকিস্তানের টিভি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে মালিকের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ছবি। এর মাধ্যমে জানাজানি হয়, টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে তাঁর ছাড়াছাড়ির খবর। মালিকের এটি তৃতীয় বিয়ে।
এদিকে ঢাকা ছাড়ার আগে সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শোয়েব মালিক। তবে সে সাক্ষাৎকারে পারিবারিক জীবন নিয়ে কোনো কথা বলেননি পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক। ক্রিকেটবিষয়ক এবং নিজের ক্যারিয়ার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
