কোন ব্যবসায় হাত দিচ্ছেন না সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান। কাঁকড়ার ব্যবসা, ব্যাংক, রেস্টুরেন্ট। শেয়ারবাজারে বিনিয়োগ, সোনার ব্যবসা, ই-কমার্স, ডিজিটাল স্বাস্থ্যসেবা সব জায়াতেই পদচারণা তার। নতুন খবর হলো এবার জুতার ব্যবসায় নামছেন এই অলরাউন্ডার।
ব্র্যান্ডের নাম দিয়েছেন- এসএএইচ ৭৫, যা জাতীয় দলে দেশসেরা এই ক্রিকেটারের জার্সি নম্বর। নন-লেদার ফুটওয়্যারের ব্যবসা সাকিব করবেন স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যৌথ উদ্যোগে।
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, তারা আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগ এবং নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করবেন। এতে সাকিব ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদারি থাকবে। তবে বিনিয়োগের পরিমাণ এ মূর্হতেই প্রকাশ করতে চাননি শামীম কবির। শুধু জানালেন, নতুন ব্র্যান্ডের অধীনে পরিধেয় সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। সারা দেশে স্টেপ ফুটওয়্যারের ৯৫টি শোরুমে এসব পণ্য পাওয়া যাবে।
ক্রিকেটের পাশাপাশি অনেক আগেই করপোরেট জগতে প্রবেশ করেছেন অলরাউন্ডার সাকিব। রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে ব্যবসায়ী হিসেবে হাতেখড়ি। এরপর দ্রুতই নিজের ব্যবসায়িক পরিমণ্ডল বাড়িয়েছেন। দিন যত গড়িয়েছে তার ব্যবসার পরিধি ততই বেড়েছে। সোনার ব্যবসা, ই-কমার্স, শেয়ার ব্যবসাও রয়েছে তার।
খেলার পাশাপাশি এত কিছু কীভাবে সামলান, এমন প্রশ্নের জবাবে সাকিব এক অনুষ্ঠানে বলেছিলেন- আমার হয়তো অনেকগুলো ব্যবসা আছে। কিন্তু ওই গুলোতে আমি নিজে সময় দেই না। হয়ত আমি অনুষ্ঠান বা এরকম কিছুতে আসি। কিন্তু নিজে কোনো অফিস বা এমন কিছু করি না। সেসব জায়গায় কোয়ালিফাইড লোক থাকে যাতে কাজটা ভালোভাবে চালিয়ে নেয়া যায়।
