রাজার নেতৃত্বে জিম্বাবুয়ের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠেয় ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

শুক্রবার (২ জানুয়ারি) ঘোষিত এই স্কোয়াডে বড় কোনো চমক না থাকলেও অভিজ্ঞতার ওপরই বিশেষ নজর দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। দলের নেতৃত্ব থাকছে নির্ভরযোগ্য অলরাউন্ডার সিকান্দার রাজার কাঁধে।

পাকিস্তানের মাটিতে খেলা সবশেষ ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে মাত্র একটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দলের প্রধান পেসার ব্লেসিং মুজারাবানি। পিঠের চোটের কারণে তিনি পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি। মুজারাবানিকে জায়গা করে দিতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি।

ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় আকর্ষণ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা দুই অভিজ্ঞ মুখ ব্রেন্ডন টেলর ও গ্রায়েম ক্রেমার। প্রায় সাত বছর পর গত অক্টোবরে দলে ফেরা ক্রেমারকে তার ২০১০ ও ২০১২ বিশ্বকাপের অভিজ্ঞতার কারণে রাখা হয়েছে। অন্যদিকে, প্রত্যাবর্তন পরবর্তী ১৩ ম্যাচে প্রায় ১৪৫ স্ট্রাইক রেটে রান করা ব্রেন্ডন টেলর মিডল অর্ডারে সামলাবেন অভিজ্ঞতার ঝুলি।

তরুণদের মধ্যে নজর কেড়েছেন কিপার-ব্যাটসম্যান ক্লাইভ মাডান্ডে। ঘরোয়া টি-টোয়েন্টিতে চার ম্যাচে ১৫২ রান করে দলে নিজের জায়গা সুসংহত করেছেন তিনি। স্পিন আক্রমণে ক্রেমারের সঙ্গী হিসেবে আছেন অভিজ্ঞ ওয়েলিংটন মাসাকাদজা। এছাড়া নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রিচার্ড এনগারাভাও থাকছেন বিশ্বকাপের এই সংক্ষিপ্ত ফরম্যাটের দলে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে খেলবে গ্রুপ ‘বি’-তে। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান। আগামী ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে জিম্বাবুয়ের বিশ্বকাপ মিশন শুরু হবে। গ্রুপ পর্বের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

জিম্বাবুয়ের ১৫ সদস্যের বিশ্বকাপ দল

সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাডলি ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, টাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মেয়ার্স, রিচার্ড এনগারাভা ও ব্রেন্ডন টেলর।