বিপিএল

মাহমুদউল্লাহর বিধ্বংসী ইনিংস, জেতালেন রংপুরকে

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৪০ এএম

আগের ম্যাচে দলকে জেতাতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। পারেননি ১ বলে ১ রানের সমীকরণ মেলাতে। তবে আজ আর ভুল করলেন না, উপহার দিলেন ১৬ বলে ৩৪* রানের বিধ্বংসী ইনিংস, জয় পেয়েছে রংপুরও।

শুক্রবার (২ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সিলেট ও রংপুর। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৪৪ করে সিলেট। জবাবে ১৮.৫ ওভারে জয় নিশ্চিত করে রংপুর। আসরে তিন ম্যাচে যা দলটার দ্বিতীয় জয়।

১৪৫ রানের লক্ষ্য তাড়ায় ডেভিড মালান ফেরেন ২১ বলে ১৯ রান নিয়ে। দ্রুত ফেরেন তাওহীদ হৃদয়ও (৬)। এরপর কাইল মায়ার্সকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন লিটন দাস। বড় হয়নি এই জুটিও।

১৩ ওভারে ৭৬ রানে দলকে রেখে ফেরেন লিটন। আউট হন ২৫ বলে ৩৫ রান করে। মায়ার্সের ইনিংসও বড় হয়নি, ২৯ বলে ৩১ রান নিয়ে আউট হন তিনি। শেষ ৫ ওভারে রংপুরের তখনও প্রয়োজন ৪৯ রান।

তবে এই সমীকরণ ৭ বল বাকি থাকতেই মিলিয়ে দেন মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ। ২৪ বলে গড়েন ৫০ রানের জুটি। মাহমুদউল্লাহ ৫ চার ১ ছক্কার ইনিংসের পাশাপাশি খুশদিল করেন ১১ বলে ১৯ রান। ম্যাচ সেরা হন মাহমুদউল্লাহ।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খায় সিলেট। ৯ ওভারে ৬৪ রান তুলতেই হারায় ৪ উইকেট। দারুণ ছন্দে থাকা পারভেজ ইমন আউট হন ১৫ রান নিয়ে। এরপর ইথান ব্রুকস ও আফিফ হোসেন ধরেন হাল।

দু’জনে মিলে স্বস্তি ফেরান সিলেট শিবিরে। গড়েন ৬৬ রানের জুটি। ৩১ বলে ৪৬ রানের ইনিংস খেলেন আফিফ, ব্রুকস ৩০ বলে করেন ৩২ রান। তবে এরপর আর কেউ রান পাননি। ব্যর্থ ছিলেন ওমরাজাইরা।

বল হাতে রংপুরের হয়ে আলো ছড়ান মোস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ। দু’জনে তিনটি করে উইকেট নেন। ৩ উইকেট নেয়ার পথে স্বীকৃত ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মোস্তাফিজ।

HN
আরও পড়ুন