আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগিয়ে সাতে মুস্তাফিজ

বল হাতে দুর্দান্ত বছর কাটানোর পুরস্কার পেলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ রহমান। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগিয়েছেন এই বাঁহাতি পেসার।

আইসিসির সবশেষ আপডেটে দেখা গেছে, মুস্তাফিজুর রহমান অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছেন। বর্তমানে ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বের শীর্ষ বোলারদের তালিকায় নিজের অবস্থান আরও মজবুত করলেন তিনি।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বড় লাফ দিয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। পাঁচ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন নবম স্থানে (রেটিং ৬৫৬)। এছাড়া পাকিস্তানি স্পিনার আবরার আহমেদ এক ধাপ এগিয়ে পঞ্চম (৬৯১ পয়েন্ট) এবং অস্ট্রেলিয়ার নাথান এলিস নবম থেকে অষ্টম স্থানে উঠে এসেছেন।

এদিকে, র‍্যাঙ্কিংয়ের প্রথম চার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। দ্বিতীয় স্থানে আছেন আফগান তারকা রশিদ খান (৭৩৭ পয়েন্ট)। ৭০২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি।