জিতলেই নিশ্চিত প্লে-অফের টিকিট। এমন সহজ সমীকরণে বঙ্গোপসাগরের তীরে দুই দলেই বেশ উচ্ছ্বাস ছিল ম্যাচকে ঘিরে। তবে বাংলাদেশ ক্রিকেটের ভক্তরা বেশ হতাশ হয়েছেন। ৬ মাস পর সাকিব আল হাসানকে খেলতে দেখা গেছে বটে, তবে দিন ছিল একেবারেই মলিন।
সাকিব শনিবার তার ক্যারিয়ারে প্রথমবার খেলতে নেমেছেন লাহোর কালান্দার্সের হয়ে। প্রতিপক্ষের আহমেদ দানিয়াল পুরো ম্যাচেই তাকে ভুগিয়েছেন। সাকিব যখন ব্যাট করতে নেমেছেন তখন দানিয়ালের বলেই গোল্ডেন ডাকের শিকার হয়েছেন। আবার বল করতে এসে দানিয়ালের কাছেই হজম করেছেন দুই ছক্কা।
যদিও দলগত খেলার নিরিখে সাকিবের দল ভালোই খেলেছে। বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে লাহোর তুলেছিল ১৪৯ রান। সেটা অবশ্য ফর্মে থাকা ফখর জামানের বিধ্বংসী ৬০ রানের কল্যাণে। এছাড়া ২০ রানের বেশি করতে পেরেছেন কেবল মোহাম্মদ নাইম।
পরে পেশোয়ার থেমেছে এক সালমান মির্জার বোলিংয়ের তোপে। ৩ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। বোলিংয়ে এসে সাকিব হাত ঘুরিয়েছেন ২ ওভার। সেখানে তিনি খরচ করেছেন ১৮ রান।
বল হাতে সাকিব প্রথম আক্রমণে আসেন পঞ্চম ওভারে। আগের ৪ ওভারে ৩৫ রান তোলা পেশোয়ার সাকিবের সেই ওভারে নিতে পারে মাত্র ৫ রান। ওই ওভারে ছিল সবই সিঙ্গেলস। দশম ওভারে আবার বোলিংয়ে এসে ১৩ রান দিয়েছেন সাকিব। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুটি ছক্কা মারেন আহমেদ দানিয়াল।
শেষ পর্যন্ত পেশোয়ার থেমেছে ১২৩ রানে। ২৬ রানের জয়ে পিএসএল প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করল লাহোর। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বিদায় পেশোয়ার জালমির।