জাতীয় দলের হয়ে শনিবার মাঠে নেমেছেন মুস্তাফিজুর রহমান। আজ রোববার খেলছেন আইপিএলে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ শেষে একদিনের ব্যবধানে ভারত গিয়ে সরাসরি দিল্লি ক্যাপিটালসের হয়ে নামলেন একাদশে।
দিল্লির ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে স্টার্কের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন বাঁহাতি এই পেসার। তিন পেসার ও তিন স্পিনার নিয়ে গড়া দলটিতে মুস্তাফিজের অন্তর্ভুক্তি দলটির বোলিং আক্রমণে ভারসাম্য এনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
একদিন আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার পর ভ্রমণ ক্লান্তি কাটিয়ে মুস্তাফিজ একাদশে থাকবেন কি না, তা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে দলের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘ফিজ সম্পূর্ণ ফিট, খেলতে প্রস্তুত।’ সেই আস্থা নিয়েই আজ রোববার ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে চূড়ান্ত একাদশে তার নাম ঘোষণা করে দিল্লি।
১৪ মে দিল্লি ক্যাপিটালসে নাম লেখান মুস্তাফিজ। বিসিবি তাকে ৭ দিনের জন্য এনওসি দিয়েছে। ১৮ থেকে ২৪ মে পর্যন্ত দিল্লির হয়ে খেলতে পারবেন তিনি।
