ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

একাদশে না থেকেও ইতিহাস গড়লেন শান্ত

আপডেট : ১৮ মে ২০২৫, ০৬:০৩ পিএম

নাজমুল হোসেন শান্ত ছিলেন না একাদশে। কিন্তু তবুও মাঠে নেমে গড়েছেন বিশ্বরেকর্ড। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বদলি ফিল্ডার হিসেবে নেমেই তিনি ধরেছেন তিনটি ক্যাচ-যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে বদলি ফিল্ডার হিসেবে সর্বোচ্চ।

একাদশে জায়গা না পেলেও ফিল্ডিংয়ে শান্তর সক্রিয়তা এবং তীক্ষ্ণ মনোযোগই তাকে এই বিরল কীর্তির অংশ করেছে। বদলি ফিল্ডার হিসেবে তিনটি ক্যাচ ধরা কেবলমাত্র তার একার কীর্তি নয়-তবে এই তালিকায় পৌঁছাতে পারেননি বহু অভিজ্ঞ তারকাও। শান্তর পাশাপাশি এই রেকর্ডে আছেন ভারতের ধ্রুব জুরেল, আর্জেন্টিনার ইট্রোবে, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং স্কটল্যান্ডের মিচেল লিসাক।

তবে শান্তর এই রেকর্ডটি আরও আলাদা হয়ে ওঠে কারণ তিনি মূল একাদশে না থেকেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বদলি হিসেবে মাঠে নেমে কেবল ফিল্ডিং করাই নয়, তিনটি নিশ্চিত সুযোগ কাজে লাগিয়েছেন।

এদিকে লিটন দাসের নেতৃত্বে ২৭ রানের জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। সোমবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আমিরাতের সঙ্গে লড়বে টাইগাররা।

আরও পড়ুন