বিপিএলের দ্বাদশ আসরের সূচি অবশেষে প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর সেই সূচি নিয়েই এখন ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ অপেক্ষার পর জানা গেল, ১৯ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বল গড়াবে এবারের বিপিএল। উদ্বোধনী আসর নয়, বরং ম্যাচ দিয়েই শুরু হবে টুর্নামেন্ট; এর আগের দিন ১৭ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।
সূচি অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি শুরু হয়ে টুর্নামেন্ট গড়াবে নতুন বছরের শুরু পর্যন্ত। কোথাও আবার ফাইনালের দুই তারিখ ঘিরে ছোটখাটো বিভ্রান্তিও তৈরি হয়েছে। গভার্নিং কাউন্সিল সংবাদ সম্মেলনে জানায় ২৩ জানুয়ারি হবে ফাইনাল, কিন্তু বিসিবির অপারেশন বিভাগ তাদের প্রকাশিত সূচিতে ১৬ জানুয়ারিকেই চূড়ান্ত দিন হিসেবে উল্লেখ করেছে। কোনটি আসল সেটা বোঝার দায়িত্ব যেন এখন বোর্ডেরই।
তবে সূচির সবচেয়ে বড় পরিবর্তন এসেছে দলসংখ্যা বাড়ায়। শেষ মুহূর্তে নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হওয়ায় ছয় দলের জন্য নতুন করে ম্যাচ বিন্যাস করতে হয়েছে আয়োজকদের। এর ফলে প্রতিটি ভেন্যুর ম্যাচ সংখ্যা কিছুটা বদলেছে এবং সিলেটের উদ্বোধনী রাউন্ডের সঙ্গে ঢাকার মধ্যভাগ ও চট্টগ্রামের শেষ দিকের ম্যাচগুলো পুনরায় সাজাতে হয়েছে।
সূচি অনুযায়ী সিলেটে উদ্বোধনের পর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পাবে সবচেয়ে বেশি ম্যাচ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বরাবরের মতোই মাঝামাঝি অংশে গুরুত্বপূর্ণ রাউন্ডের ম্যাচ আয়োজন করবে। সব মিলিয়ে তিন ভেন্যুতে ছড়ানো এই সূচি দলগুলোকে ভ্রমণ-চাপ কমিয়ে দেবে, এমনটাই দাবি বোর্ডের।
এবার নিলাম অনুষ্ঠিত হবে সূচি ঘোষণার ঠিক তিন দিন পর, ৩০ নভেম্বর রেডিসন ব্লুতে। নিলাম শেষে প্রতিটি দল সূচির ভিত্তিতে নিজেদের কৌশল সাজাবে।