ফুটবল দুনিয়ার সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছেন। চলতি বছরের আগস্টে জর্জিনাকে হীরকখচিত আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। দীর্ঘ নয় বছরের সম্পর্ক, পাঁচ সন্তান এবং একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের পর এবার জানা গেল কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে তাদের বহুল প্রতীক্ষিত বিয়ে।
পর্তুগিজ গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ সালের গ্রীষ্মে মাদেইরা দ্বীপের ঐতিহাসিক ফাঞ্চাল ক্যাথিড্রালে খ্রিষ্টধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে হবে। ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপের পর আয়োজনটি অনুষ্ঠিত হবে। বিয়ের পর অভ্যর্থনা হবে মাদেইরার একটি বিলাসবহুল হোটেলে।
জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় রোনালদো যে আংটি উপহার দিয়েছেন, তার মূল্যও আলোচনায় এসেছে। ব্রিটিশ এনগেজমেন্ট রিং বিশেষজ্ঞ লরা টেলর জানিয়েছেন, প্রায় ১৫ লাখ পাউন্ড মূল্যের হীরকখচিত আংটি সংগ্রহ করেছেন রোনালদো, যিনি ফুটবলের প্রথম বিলিয়নিয়ার তারকা।

সম্প্রতি ‘পিয়ার্স মর্গান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো জানান, তিনি নিজে খুব রোমান্টিক নন। সেই সাক্ষাৎকারে তিনি বিয়ের প্রস্তাব দেওয়ার স্মরণীয় মুহূর্তও তুলে ধরেন।
রোনালদো-জর্জিনা যুগল ৯ বছরেরও বেশি সময় ধরে একসাথে রয়েছেন। বিয়ের প্রস্তাবে রাজি হয়ে জর্জিনা বলেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে, সব জীবনেই।’
অনুরাগীরা ইতোমধ্যেই এই বিয়ের প্রতীক্ষায়, এবং ২০২৬ সালে মাদেইরায় অনুষ্ঠিত এই আয়োজন ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
রোনালদো নটআউট ৯৫০
ফিফার ছাড়ে বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে রোনালদো
