ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শামীমকে বাদ দেওয়া নির্বাচকদের সিদ্ধান্ত, জানতেই পারেননি লিটন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

বাংলাদেশ–আয়ারল্যান্ড টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে দল নির্বাচনের বিতর্ক। আর এর কেন্দ্রবিন্দুতে এইবার নিজেই কথা তুলেছেন বাংলাদেশের টি–টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। নির্বাচকদের সিদ্ধান্ত, যোগাযোগহীনতা এবং শামীম হোসেন পাটোয়ারীর বাদ পড়া-সব মিলিয়ে সংবাদ সম্মেলনে লিটনের কণ্ঠে শোনা গেছে হতাশার সুর।

সিরিজ শুরুর ঠিক একদিন আগে সংবাদ সম্মেলনে লিটন জানান, দল নির্বাচনের বিষয়ে তাকে কোনো ধরনের মতামতের সুযোগ দেওয়া হয় না। নির্বাচক প্যানেল ও বোর্ড তাকে জানিয়ে দিয়েছে—যে দল তাকে দেওয়া হবে, শুধুমাত্র সেই দল নিয়েই তাকে মাঠে লড়তে হবে। কোন খেলোয়াড়কে দলে চান বা চান না—এ বিষয়ে অধিনায়ক হিসেবে তার কোনো ভূমিকা নেই বলে কার্যত স্বীকার করেন তিনি।

লিটন বলেন, এতদিন তার ধারণা ছিল অধিনায়কের একটি দল গোছানোর অধিকার থাকা উচিত। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে তিনি জেনেছেন, সিদ্ধান্ত নেন নির্বাচকেরা, আর সেই সিদ্ধান্তের বিষয়ে তাকে আগে থেকে জানানোও হয় না।

এই আলোচনার বড় অংশ জুড়ে আসে শামীম হোসেন পাটোয়ারীর প্রসঙ্গ। টি–টোয়েন্টিতে শেষ কয়েকটি সিরিজ খারাপ গেলেও শামীমকে বাদ দেওয়ার পরিকল্পনা তার ছিল না, বরং শামীম থাকলে দল উপকৃত হতো বলে মনে করেন লিটন। তিনি স্পষ্ট করে জানান, শামীমকে বাদ দেওয়া সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত, এবং তাকে কোনো নোটিশও দেওয়া হয়নি।

টি–টোয়েন্টিতে ৩৮ ইনিংসে ১৮.৬৭ গড়ে ৫৭৯ রান করা শামীমের পরিসংখ্যান হয়তো খুব উজ্জ্বল নয়, তবে লিটনের বিশ্বাস, সামর্থ্য আছে বলেই তিনি দলে জায়গা পাওয়ার যোগ্য।

আরও পড়ুন