‘মানুষের সমান অধিকার’ পেলো নিউজিল্যান্ডের পর্বত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ডে একটি পর্বতকে মানুষের সমান আইনি অধিকার দেওয়া হয়েছে। মূলত মানুষ হিসেবে একজন ব্যক্তি যে অধিকার পেয়ে থাকেন, নিউজিল্যান্ডের ওই পর্বতকে একই আইনি অধিকার দেওয়া হয়েছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে।

নিউজিল্যান্ডের ওই পর্বতের নাম ‘মাউন্ট তারানাকি’। বছরের পর বছর ধরে আলোচনার পর এটিকে আইনে পরিণত করা হয়েছে।  

এর মানে তারানাকি মাউঙ্গা (মাউন্ট তারানাকি) কার্যকরভাবে নিজের মালিকানা লাভ করবে এবং স্থানীয় আয়ই উপজাতি এবং সরকারের প্রতিনিধিরা এটি পরিচালনা করতে একসাথে কাজ করবে।

সংবাদমাধ্যমটি বলছে, মাউন্ট তারানাকি নামের এই পর্বতকে স্থানীয় মাওরি জনগোষ্ঠী বরাবরই তাদের পূর্বপুরুষ বলে মনে করে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের ঔপনিবেশিক শাসকগোষ্ঠী তাদের কাছ থেকে এই পবিত্র ভূমি কেড়ে নিয়েছিল।

অবশেষে দীর্ঘ আলোচনার পর নিউজিল্যান্ড সরকার নতুন আইন পাস করে এই পর্বতকে সম্পূর্ণ মানবিক অধিকার ও দায়িত্ব প্রদান করেছে। বিষয়টিকে ঐতিহাসিকভাবে ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করা হচ্ছে।

নতুন আইন অনুযায়ী, তারানাকি পর্বতের মানব সত্তার নাম দেওয়া হয়েছে ‘তে কাহুই তুপুয়া’। আইনিভাবে এখন এই পর্বত ও তার আশপাশের ভূমিকে একটি জীবন্ত ও অবিভাজ্য সত্তা হিসাবে গণ্য করা হবে। এতে পর্বতটির সংরক্ষণ, ঐতিহ্যগত ব্যবহার ও এর সুস্থতা রক্ষার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।