সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিউজফিডে লিংক শেয়ার করার ক্ষেত্রে বড় ধরনের সীমাবদ্ধতা আনতে যাচ্ছে এর মূল প্রতিষ্ঠান মেটা। এখন থেকে একটি নির্দিষ্ট সীমার বেশি লিংক পোস্ট করতে চাইলে ব্যবহারকারীকে গুনতে হবে মাসিক সাবস্ক্রিপশন ফি। বর্তমানে সীমিত পরিসরে এই নতুন ফিচারের পরীক্ষা চালানো হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা প্রথম এই বিষয়টি সামনে আনেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী, বর্তমানে পরীক্ষার আওতায় থাকা ফেসবুক পেজ এবং 'প্রফেশনাল মোড' ব্যবহারকারীরা দিনে সর্বোচ্চ ৪টি লিংক শেয়ার করতে পারছেন। এর বেশি লিংক পোস্ট করতে চাইলে তাদের মাসে ১৪ দশমিক ৯৯ ডলার (প্রায় ১৮০০ টাকা) খরচ করে 'মেটা ভেরিফায়েড' সাবস্ক্রিপশন নিতে হচ্ছে।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ-কে দেওয়া এক বিবৃতিতে মেটা এই পরীক্ষার কথা স্বীকার করেছে। মেটার এক মুখপাত্র জানান, লিংকসহ বেশি পোস্ট করার সুবিধা মেটা ভেরিফায়েড গ্রাহকদের জন্য অতিরিক্ত মূল্য যোগ করে কি না, তা যাচাই করতেই এই উদ্যোগ। তবে এখনই সব ধরনের লিংকে এই সীমাবদ্ধতা আসছে না।
যে সব ক্ষেত্রে বাধা নেই
মেটার তথ্য অনুযায়ী, আপাতত নিচের ক্ষেত্রগুলো এই সীমাবদ্ধতার বাইরে থাকছে:
- কমেন্টে বা মন্তব্যে লিংক দেওয়া যাবে।
- অ্যাফিলিয়েট লিংকের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
- মেটার নিজস্ব প্ল্যাটফর্ম (ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ) এর ভেতরের পোস্টের লিংক শেয়ার করা যাবে।
- সংবাদমাধ্যম বা মূলধারার প্রকাশকদের এখনই এই পরীক্ষার আওতায় আনা হয়নি।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন ব্লগার, ব্র্যান্ড এবং কনটেন্ট নির্মাতারা যারা ফেসবুকের মাধ্যমে নিজেদের ওয়েবসাইটে ট্রাফিক বা পাঠক নিয়ে যান। মেটার নিজস্ব প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে ফেসবুক ফিডে মাত্র ১.৯ শতাংশ ভিউ আসে লিংকযুক্ত পোস্ট থেকে। এর মধ্যে ইউটিউব ও টিকটকের লিংকই সবচেয়ে বেশি। মেটা চাচ্ছে ব্যবহারকারীরা যেন ফেসবুক ছেড়ে অন্য কোথাও না যায়।
বিশেষজ্ঞরা মনে করছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর প্রভাবে এমনিতেই ওয়েবসাইটের ট্রাফিক কমছে। এর ওপর ফেসবুকের এই নীতি কার্যকর হলে বাইরের ওয়েবসাইটের পাঠক সংখ্যা আরও কমে যেতে পারে। মূলত ব্যবহারকারীদের নিজস্ব প্ল্যাটফর্মে আটকে রাখা এবং সাবস্ক্রিপশন থেকে আয় বাড়ানোই মেটার মূল লক্ষ্য।
এর আগে এক্স (সাবেক টুইটার) এর মতো প্ল্যাটফর্মগুলোও লিংকযুক্ত পোস্টের গুরুত্ব কমিয়েছিল। মেটার এই পদক্ষেপ সেই পথেই নতুন এক সংযোজন।