চ্যাটজিপি এখন আর শুধু প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। ব্যবহারকারীদের মিউজিক অভিজ্ঞতাকেও আরও সহজ ও স্মার্ট করে তুলছে। সম্প্রতি ওপেনএআই চ্যাটজিপির নতুন অ্যাপ ডিরেক্টরিতে যুক্ত করেছে জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং সেবা অ্যাপল মিউজিক। এই নতুন সংযোজনের ফলে ব্যবহারকারীরা সরাসরি চ্যাটজিপির মাধ্যমে গান খোঁজা, প্লেলিস্ট তৈরি এবং নিজের মিউজিক লাইব্রেরি সাজানোর সুবিধা পাবেন।
নতুন ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যবহারকারীরা সহজ ও স্বাভাবিক ভাষায় গান খোঁজার অনুরোধ জানাতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যায়, কেউ চাইলে লিখতে পারেন ‘আমার জন্য ৩০টি রক অ্যান্ড রোল ক্রিসমাস গান দিয়ে একটি প্লেলিস্ট তৈরি করো, তবে ক্লাসিক গান বাদ দাও।’ চ্যাটজিপি সেই অনুরোধ অনুযায়ী গান নির্বাচন করে ব্যবহারকারীর অ্যাপল মিউজিক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে প্লেলিস্ট যুক্ত করবে। টিভি শো বা সিনেমার থিম অনুসারেও প্লেলিস্ট তৈরির সুযোগ থাকছে।
গানের নাম মনে না থাকলেও সমস্যা নেই। ব্যবহারকারীরা অস্পষ্ট বা সাধারণ বর্ণনার মাধ্যমেও গান খুঁজতে পারবেন, যেমন ‘কোনো সিনেমার রোমান্টিক গান’ কিংবা ‘মুড অনুযায়ী গান।’ এ ক্ষেত্রে চ্যাটজিপি প্রাসঙ্গিক গান সাজেস্ট করবে।
চ্যাটজিপিতে ছোট আকারের গানের স্যাম্পল শোনা যাবে, তবে সম্পূর্ণ গান শুনতে হলে ব্যবহারকারীকে অ্যাপল মিউজিক অ্যাপে যেতে হবে। পাশাপাশি এই ইন্টিগ্রেশনের বড় একটি সুবিধা হলো পার্সোনালাইজড রেকমেন্ডেশন। ব্যবহারকারীর পূর্বের পছন্দের গান ও শিল্পীর তথ্যের ভিত্তিতে চ্যাটজিপি নতুন গান সাজেস্ট করতে পারবে, যা মিউজিক অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও উপভোগ্য করে তুলবে।
অ্যাপল মিউজিক ব্যবহার করতে হলে প্রথমে চ্যাটজিপির অ্যাপ ডিরেক্টরিতে গিয়ে অ্যাপল মিউজিকের সঙ্গে অ্যাকাউন্ট কানেক্ট করে লগইন করতে হবে। এরপর চ্যাটে @AppleMusic লিখে সরাসরি এই সেবাটি ব্যবহার করা যাবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, চ্যাটজিপিতে অ্যাপল মিউজিক যুক্ত হওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিনোদন সেবার সমন্বয়ে ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতা আরও এক ধাপ এগিয়ে গেল।