সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত বা পাবলিক পোস্টে অনেক সময় অপ্রাসঙ্গিক ও নেতিবাচক মন্তব্যের কারণে আমাদের বিব্রত হতে হয়। বিশেষ করে সাইবার বুলিং বা অনলাইন হয়রানি এড়াতে অনেকেই চান নির্দিষ্ট কোনো পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখতে। ফেসবুকের প্রাইভেসি সেটিংস ব্যবহার করে আপনি সহজেই নিয়ন্ত্রণ করতে পারেন আপনার পোস্টে কে মন্তব্য করবে আর কে করবে না।
আপনার ব্যক্তিগত টাইমলাইন বা পেজের কোনো নির্দিষ্ট পোস্টে কমেন্ট সীমাবদ্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. পোস্ট নির্বাচন: আপনার টাইমলাইন থেকে কাঙ্ক্ষিত পোস্টটি খুঁজে বের করুন।
২. মেনু অপশন: পোস্টের উপরের ডানদিকে থাকা তিনটি ডট (...) আইকনে ক্লিক করুন।
৩. সেটিংস পরিবর্তন: এখান থেকে 'Who can comment on your post?' (কে আপনার পোস্টে কমেন্ট করতে পারবে?) অপশনটি বেছে নিন।
৪. অডিয়েন্স নির্ধারণ: এখানে আপনি তিনটি অপশন পাবেন। 'Public' দিলে সবাই কমেন্ট করতে পারবে, 'Friends' দিলে শুধু বন্ধুরা পারবে। আর যদি একদম বন্ধ করতে চান, তবে 'Profiles and Pages you mention' অপশনটি বেছে নিন। এতে আপনি যাদের মেনশন করবেন, তারা ছাড়া আর কেউ মন্তব্য করতে পারবে না।
আপনি যদি কোনো ফেসবুক গ্রুপের অ্যাডমিন হন বা নিজের করা পোস্টের কমেন্ট পুরোপুরি বন্ধ করতে চান, তবে প্রক্রিয়াটি আরও সহজ। পোস্টের ডানদিকের তিনটি ডটে ক্লিক করে সরাসরি 'Turn off commenting' অপশনটি নির্বাচন করলেই ওই পোস্টে আর কেউ নতুন করে মন্তব্য করতে পারবে না।
এই ছোট কিন্তু কার্যকর সেটিংসগুলো ব্যবহার করে আপনি আপনার সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও বিতর্কহীন রাখতে পারেন।
