ওয়ানপ্লাস (OnePlus) ২০২৬ সালের শুরুতেই তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজগুলোতে অবিশ্বাস্য ও দানবীয় ক্ষমতার ব্যাটারির ফোন নিয়ে এসেছে। চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে ওয়ানপ্লাস ‘টার্বো ৬’ (OnePlus Turbo 6) সিরিজ।
এই সিরিজের বিশেষত্ব হলো এর দানবীয় ৯০০০ মিলিঅ্যাম্পিয়ার (mAh) ব্যাটারি, যা একবার চার্জে কয়েক দিন পর্যন্ত সচল থাকবে। ‘টার্বো ৬’ এবং ‘টার্বো ৬ভি’—এই দুই মডেলে বাজারে আসা ফোনগুলো বিশ্ববাজারে ওয়ানপ্লাসের জনপ্রিয় ‘নর্ড’ সিরিজের উত্তরসূরী হিসেবে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওয়ানপ্লাস টার্বো ৬: শক্তিশালী চিপসেট ও দুর্দান্ত ডিসপ্লে
সিরিজের মূল মডেল ওয়ানপ্লাস টার্বো ৬-এ ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ (Snapdragon 8s Gen 4) চিপসেট। এতে রয়েছে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ১.৫-কে রেজোলিউশন এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ছবি তোলার জন্য পেছনে বর্গাকার ক্যামেরা আইল্যান্ডে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স।
ওয়ানপ্লাস টার্বো ৬ভি: সাশ্রয়ী বাজেটে প্রিমিয়াম সুবিধা
এই সিরিজের তুলনামূলক সাশ্রয়ী মডেল হলো টার্বো ৬ভি। এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সাইজ ও রেজোলিউশন একই থাকলেও এর রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সমৃদ্ধ এই ফোনের ক্যামেরা ফিচার মূল মডেলের মতোই রাখা হয়েছে।
দ্রুত চার্জিং ও সফটওয়্যার
৯০০০ mAh-এর বিশাল ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য উভয় ফোনে রয়েছে ৮০ ওয়াট (80W) ফাস্ট চার্জিং সুবিধা। চিনে ফোনগুলো অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ‘কালার ওএস ১৬’-এ চললেও বিশ্ববাজারে বা ভারতের বাজারে এগুলো ওয়ানপ্লাসের নিজস্ব ‘অক্সিজেন ওএস’ (OxygenOS) সফটওয়্যারে চলবে।
মূল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
চীনের বাজারে ওয়ানপ্লাস টার্বো ৬-এর দাম শুরু হচ্ছে ২,০৯৯ ইউয়ান। অন্যদিকে ফিচার ও বিল্ড কোয়ালিটির ভিন্নতায় টার্বো ৬ভি-এর দাম রাখা হয়েছে ৩,০৯৯ ইউয়ান। এছাড়া ওয়ানপ্লাস শীঘ্রই ৯,০০০ mAh ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেটসহ ‘এস ৬ আল্ট্রা’ (Ace 6 Ultra) আনার পরিকল্পনা করছে।