ঈদ অফারে স্মার্টফোন নিতে যেসব বিষয় মাথায় রাখবেন

ঈদ মানেই কেনাকাটার এক বাড়তি আনন্দ, আর এই সময়ে বিভিন্ন প্রযুক্তি পণ্যে থাকে আকর্ষণীয় অফার ও ছাড়ের ব্যবস্থা। ঈদের বাজার ধরতে বিশেষ করে স্মার্টফোন ব্র্যান্ডগুলো একের পর এক ছাড়, ক্যাশব্যাক, এক্সচেঞ্জ ও গিফট অফার নিয়ে হাজির হয়। কিন্তু অফার দেখেই হুট করে কোন কিছু না ভেবেই স্মার্টফোন কিনে ফেলা সব সময় যে বুদ্ধিমানের কাজ হবে, ব্যাপারটা তেমন নয়। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দরকার কিছু সতর্কতা ও সচেতনতা। চলুন সেগুলো জেনে নিই--

প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে ফোন বাছাই করুন

সবার ব্যবহার অভ্যাস এক নয়। কেউ ছবি তোলার জন্য ফোন চান, কেউ চায় গেম খেলার জন্য পারফর্মেন্স, আবার অনেকের দরকার অফিসের কাজ চালানোর মতো নির্ভরযোগ্য ফোন। আপনি কী উদ্দেশ্যে ফোন কিনছেন, সেটি ঠিক করে তবেই মডেল বাছুন।

প্রসেসর ও ব্যাটারির দিকে বিশেষ নজর দিন

একটি স্মার্টফোনের কার্যক্ষমতা নির্ভর করে তার প্রসেসরের উপর। মিডিয়াটেক, স্ন্যাপড্রাগন বা এক্সিনস—যেকোনো প্রসেসর হোক, মডেল অনুযায়ী পারফর্মেন্স যাচাই করে নিন। সঙ্গে ব্যাটারি ব্যাকআপ যেন অন্তত ৪,৫০০ থেকে ৫,০০০ এমএএইচ হয়, তা নিশ্চিত করুন।

ক্যামেরার বেশি মেগাপিক্সেল নয়, কোয়ালিটি নিশ্চিত করুন

ঈদের সময় ছবি তোলার প্রয়োজন বেশি হয়। অনেকেই বেশি মেগাপিক্সেল দেখে ফোন কেনেন, কিন্তু শুধু সংখ্যা নয়, সেন্সর, অ্যাপারচার ও সফটওয়্যার প্রসেসিং-ও গুরুত্বপূর্ণ। রিভিউ দেখে বা হাতে নিয়ে ছবি তুলে দেখে নিতে পারেন।

অফার যাচাই করুন— প্রলোভনে নয়

বিভিন্ন অফারে ডিসকাউন্ট, ইএমআই, এক্সচেঞ্জ বোনাস ও গিফট থাকে। সব অফার ‘সত্যিই সাশ্রয়ী’ কি না, যাচাই না করে শুধুমাত্র গিফটের লোভে ফোন কিনে ফেলবেন না। অফিশিয়াল ও অথেনটিক সেলারদের থেকেই কিনুন।

ওয়ারেন্টি ও অ্যাফটার-সেলস সার্ভিস দেখুন

ঈদের সময় অনেকেই অনলাইন ফ্ল্যাশ সেলে কম দামে ফোন কিনে থাকেন, কিন্তু পরে দেখা যায় ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে না, বা সার্ভিস সেন্টারেই নেই। তাই ব্র্যান্ডের অফিসিয়াল স্টোর, ওয়েবসাইট বা স্বীকৃত রিটেইলার থেকে কিনে নিশ্চিত থাকুন।

পেমেন্ট অপশন ও নিরাপত্তা নিয়ে ভাবুন

কিস্তিতে কিনলে চেক করুন ইন্টারেস্ট রেট ও শর্তাবলি। অনলাইনে কিনলে পেমেন্ট করার সময় সাইটটি নিরাপদ কি না তা দেখে নিন এবং অজানা লিংকে পেমেন্ট করবেন না।

স্মার্টফোন কেনার চেকলিস্ট (সংক্ষেপে):

আপনার চাহিদা অনুযায়ী কনফিগারেশন

প্রসেসর ও RAM/Storage যাচাই

ক্যামেরা ফিচার যাচাই (মেগাপিক্সেল নয়, কোয়ালিটি দেখুন)

ব্যাটারি ব্যাকআপ

অফিশিয়াল অফার এবং শর্ত

ওয়ারেন্টি ও সার্ভিস সেন্টার

অনলাইন নিরাপত্তা ও পেমেন্ট অপশন

ঈদের অফার নিঃসন্দেহে মোবাইল কেনার জন্য দারুণ একটা সময় বলা যেতে পারে। তবে অফারের গ্ল্যামার নয়, কাজের উপযোগিতা আর ভবিষ্যতের নিশ্চয়তা মাথায় রেখে সিদ্ধান্ত নিন। তাহলে ঈদের আনন্দে স্মার্টফোন হবে এক স্মার্ট সঙ্গী।