যুক্তরাষ্ট্রের বাহিরে আইফোন তৈরি হলে ২৫ শতাংশ শুল্কের সম্মুখীন হতে পারে বলে সতর্ক করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইফোনগুলো আমেরিকাতেই তৈরি করা উচিত। অন্যথায়, ভারী শুল্ক আরোপ করা হবে।
এদিকে, অ্যাপেল ইতিমধ্যেই ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে ভারতে তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করেছে। যার কারণে ভারত এখন আমেরিকার জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য হয়ে উঠেছে।
আইফোনের দাম বৃদ্ধি পেতে পারে এই প্রসঙ্গে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে, ভারত থেকে স্মার্টফোন রপ্তানিতে আমেরিকার অংশ ছিল ৪৪ শতাংশ। তবে, ট্রাম্প প্রশাসনের এই নতুন শুল্ক হুমকি অ্যাপেলের বিশ্বব্যাপী সাপ্লাই চেনে প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, দেশে তৈরি আইফোনের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
অ্যাপেল বর্তমানে খরচ কম রাখার জন্য ভারতের মতো দেশে আইফোন তৈরি করে। ট্রাম্পের শুল্ক প্রস্তাব যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে অ্যাপেলকে হয় আমেরিকায় উৎপাদন করতে হবে। অথবা ভারত ও চীনের মতো দেশে তৈরি আইফোনের ওপর ভারী কর দিতে হবে। সে ক্ষেত্রে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। যা কোম্পানি গ্রাহকদের ওপর চাপিয়ে দিতে পারে। আর এই কারণেই আইফোনের দাম ২০০-৩০০ ডলার পর্যন্ত বাড়তে পারে।