ওয়ানপ্লাসে আসছে নতুন ডিজাইন ও ডিসপ্লে

ওয়ানপ্লাস প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসে। এবার সংস্থাটির পরবর্তী হ্যান্ডসেট ওয়ানপ্লাস ১৫ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটি নতুন মুন রক ব্ল্যাক রঙে আসবে, যা ব্যবহারকারীদের আকর্ষণ করবে।

উন্নতমানের ডিসপ্লে

ওয়ানপ্লাস ১৫-এ থাকছে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন এবং প্রিমিয়াম ৬.৭৮ ইঞ্চি এলটিপিও ওএলইডি প্যানেল। এতে রঙ আরও উজ্জ্বল ও বাস্তবসম্মত হবে। লাইপো প্রযুক্তির কারণে বেজেল পাতলা ও সমান হবে।

গেমারদের জন্য সুবিধা

ফোনটিতে নতুন পারফরম্যান্স ইঞ্জিন থাকবে, যা ১৬৫ এফপিএস পর্যন্ত গেমিং সাপোর্ট করবে। হাই-গ্রাফিক্স গেম যেমন পিইউবিজি বা কল অফ ডিউটি খেলার সময় ল্যাগ কম হবে।

নতুন ডিজাইন

মুন রক ব্ল্যাক রঙটি এত গভীর যে ব্যবহারকারীরা এটি “ব্ল্যাক হোল” হিসেবে অভিজ্ঞতা পাবেন। এছাড়া নতুন স্যান্ডস্টোন টেক্সচারযুক্ত চৌম্বক কভার ফোনের প্রিমিয়াম লুক আরও বাড়াবে।

সম্ভাব্য অন্যান্য ফিচার

  • স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ প্রসেসর

  • ৭০০০ এমএএইচ ব্যাটারি (১০০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট তারবিহীন চার্জিং)

  • ত্রিপল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা (ওয়াইড, আল্ট্রাওয়াইড ও টেলিফটো)

সবমিলিয়ে, ওয়ানপ্লাস ১৫-এর ডিসপ্লে ও ডিজাইন হবে এর প্রধান আকর্ষণ। ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন এবং নতুন মুন রক ব্ল্যাক রঙ বিশেষ করে গেমার ও প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য ফোনটিকে অন্যরকম অভিজ্ঞতা দেবে। যদিও এসব এখনো ফাঁস তথ্য, আসল চিত্র দেখা যাবে লঞ্চ ইভেন্টে।