অফিসিয়ালি লঞ্চ করলো গুগল পিক্সেল ১০ সিরিজের ফোন 

দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য গুগল বাজারে এনেছে নতুন  গুগল পিক্সেল ১০ (Google Pixel 10) স্মার্টফোন। কয়েক সপ্তাহের টিজার এবং ফাঁসের পর গুগল পিক্সেল ১০ সিরিজ এখন অফিসিয়াল। উন্নত ক্যামেরা সিস্টেম এবং অ্যান্ড্রয়েড ১৫-এর সঙ্গে এআই ফিচারগুলি এই সিরিজকে প্রিমিয়াম  স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করে তুলছে। দামের দিক থেকে এটি আইফোন ১৬ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।   

বুধবার (২০ আগস্ট) এই সিরিজটি ভারতসহ বিশ্বব্যাপী ‘মেড বাই গুগল’ লঞ্চ করেছে গুগল। সিরিজটির মধ্যে রয়েছে গুগল পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড। পিক্সেল ডিভাইসের নতুন লাইনআপে রয়েছে পিক্সেল ওয়াচ ৪ এবং পিক্সেল বাডস ২এ- পিক্সেল বাডস প্রো ২-এর সাশ্রয়ী মূল্যের সংস্করণ। এই সমস্ত ডিভাইসে গুগল জেমিনি দ্বারা চালিত এআই বৈশিষ্ট্যের একটি বিস্তৃত স্যুট রয়েছে। গুগল পিক্সেল ১০ সিরিজ হল কোম্পানির প্রথম পিক্সেল স্মার্টফোন লাইনআপ যেখানে সমস্ত মডেলে ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে।

গুগল পিক্সেল ১০ প্রো 

গুগল পিক্সেল ১০ প্রো হলো ২০২৫ সালের পিক্সেল সিরিজের সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও ফিচার-পূর্ণ স্মার্টফোন, যা উন্নত পারফরম্যান্স ও আধুনিক ডিজাইনের একটি নিখুঁত মিশ্রণ। এতে রয়েছে ৬ দশমিক ৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে, যা আগের মডেলের তুলনায় আরও বেশি উজ্জ্বল ও প্রাণবন্ত।
 
উন্নত উপকরণে তৈরি এই মডেল এখন আরও টেকসই ও প্রিমিয়াম অনুভূতির। এতে যুক্ত হয়েছে ট্রিপল-লেন্স ক্যামেরা সেটআপ- ওয়াইড, একটি আলট্রা-ওয়াইড এবং নতুন যুক্ত হওয়া ৫ এক্স টেলিফটো লেন্স, যা দীর্ঘ দূরত্বের ছবিও স্পষ্টভাবে ধারণ করতে পারে। ফোনটি এআই নির্ভর ফিচার যেমন জেমিনাই লাইভ ও কনটেক্সট-অ্যাওয়ার ক্যামেরা সাজেশন দিয়ে সমৃদ্ধ। প্রো মডেলের দাম শুরু ৯৯৯ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২১ হাজার ২২২ টাকা)। এটি অবসিডিয়ান, মুনস্টোন, পোর্সেলিন ও জেড রঙে পাওয়া যাবে।
 
পিক্সেল ১০ প্রো এক্সএল

পিক্সেল ১০ প্রো এক্সএল মডেলটি এই সিরিজের সর্বোচ্চ ফিচারসমৃদ্ধ ফোন। এতে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লে, বেশি র‍্যাম, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত ভিডিও স্টেবিলাইজেশন সুবিধা। যারা বড় স্ক্রিনে ভিডিও স্ট্রিমিং, গেমিং বা মাল্টিটাস্কিং করতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোন।


 
এর দাম শুরু ১ হাজার ১৯৯ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৫ হাজার ৪৯১ টাকা) এবং এর ইন্টারন্যাল স্টোরেজ ২৫৬ জিবি থেকে শুরু হচ্ছে। তিনটি ফোনই বাজারে আসবে ২৮ আগস্ট এবং পাওয়া যাবে অবসিডিয়ান, মুনস্টোন, পোর্সেলিন ও জেড রঙে।

গুগল পিক্সেল ১০

গুগল পিক্সেল ১০ হলো গুগলের ২০২৫ সালের নতুন স্মার্টফোন লাইনের সবচেয়ে সাশ্রয়ী মডেল, তবে এটি কোনোভাবেই কম ফিচারযুক্ত নয়। ফোনটি চালিত হচ্ছে গুগলের সর্বশেষ টেনসর জি৫ চিপে, যার ফলে এতে রয়েছে উন্নত অন-ডিভাইস অনুবাদ ও জেমিনাই লাইভ সুবিধা। এর ৬ দশমিক ৩ ইঞ্চির উজ্জ্বল ও মসৃণ ডিসপ্লে আগের মডেলের তুলনায় আরও উন্নত হয়েছে।

ফোনটির ডুয়েল-ক্যামেরা সিস্টেম এখন আরও উন্নত হয়েছে, বিশেষ করে কম আলোতেও ভালো মানের ছবি তোলার জন্য। গুগলের নিজস্ব মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারে ছবির মান আরও পরিপূর্ণ ও স্বয়ংক্রিয়ভাবে ঠিকঠাক হয়, যা পিক্সেল সিরিজের ফটোগ্রাফি দক্ষতা আরও বাড়িয়ে তুলেছে। এর দাম শুরু হবে ৭৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬ হাজার ৯৫৩ টাকা) থেকে।
 
পিক্সেল প্রো ফোল্ড মডেল

গুগল এবারের ফোল্ডেবল ফোন পিক্সেল প্রো ফোল্ড। এই ফোন একটি পূর্ণাঙ্গ ফোল্ডেবল ডিভাইস, যার ভেতরের ওএলইডি ডিসপ্লে ৮ ইঞ্চি এবং বাইরের ডিসপ্লে ৬ দশমিক ৪ ইঞ্চি, দুটোই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এতে রয়েছে পিক্সেল ১০ প্রো-এর মতো ট্রিপল ক্যামেরা, যার মধ্যে ৫ এক্স টেলিফটো লেন্সও রয়েছে, যা অন্যান্য ফোল্ডেবল ডিভাইসে সচরাচর দেখা যায় না। এটি প্রথম ফোল্ডেবল ফোন, যার ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। এই ফোনের দাম ১ হাজার ৭৯৯ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৮ হাজার ২৯৭ টাকা)।

পিক্সেল ওয়াচ ৪

পিক্সেল ওয়াচ ৪ নিয়েও নতুন ঘোষণা এসেছে। গুগল জানিয়েছে, এটি আগের চেয়ে ১০ শতাংশ বড় ডিসপ্লে নিয়ে এসেছে এবং প্রায় বেজেললেস এই ডিসপ্লে ৫০ শতাংশ বেশি উজ্জ্বল (৩,০০০ নিটস পর্যন্ত)। এর সঙ্গে রয়েছে উন্নত অ্যান্ড্রয়েড ১৬ ইউআই, যা আরও মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করে। চার্জিং সময়ও অনেক কমে এসেছে—মাত্র ১৫ মিনিটেই ৫০ শতাংশ চার্জ নেয়া যায়। ফিটবিটের সঙ্গে এআই সমন্বয়ে উন্নত হার্ট রেট মনিটরিং, নিখুঁত ঘুম পর্যবেক্ষণ এবং আরও নির্ভুল জিপিএস ট্র্যাকিং যুক্ত হয়েছে, যা বিশেষভাবে দৌড়বিদ ও সাইক্লিস্টদের জন্য উপকারী হবে।
 
পিক্সেল বাডস ২ এ

গুগল তাদের নতুন এন্ট্রি-লেভেল ইয়ারবাড পিক্সেল বাডস ২ এ-ও উন্মোচন করেছে। এই ইয়ারবাডে রয়েছে উন্নত অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, টেনসর এ১ চিপ, যা অডিওকে আরও রিচ ও পরিষ্কার করে তোলে। এটি রিয়েল-টাইমে শব্দ প্রসেস করতে সক্ষম, ফলে পরিবেশ অনুযায়ী শব্দ বাতিল করতে পারে। এতে রয়েছে জেমিনাই লাইভ ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার। দাম ১২৯ দশমিক ৯৯ মার্কিন ডলার এবং পাওয়া যাবে হ্যাজেল ও আইরিস রঙে।

ব্যাটারি এবং চার্জিং

পিক্সেল ১০-এ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। পিক্সেল ১০ প্রো-তে থাকবে ৪,৮৭০ এমএএইচ এবং প্রো ফোল্ড-এ ৫,০১৫ এমএএইচ ব্যাটারি। এআই অপটিমাইজেশন ব্যাটারি হেলথ ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডিজাইন এবং ডিসপ্লে

গুগল পিক্সেল ১০ সিরিজ তার আইকনিক হরিজন্টাল ক্যামেরা বারের ডিজাইন ধরে রাখবে, তবে এবার আরও স্লিম এবং পরিশীলিত ডিজাইনের সঙ্গে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনগুলিতে টাইটানিয়াম ফ্রেম এবং ম্যাট গ্লাস ব্যাক ব্যবহার করা হবে, যা গ্রিপ উন্নত করবে। নতুন রঙের বিকল্পগুলির মধ্যে অবসিডিয়ান ব্ল্যাক, পোর্সেলিন হোয়াইট এবং একটি লিমিটেড-এডিশন এমারেল্ড গ্রিন অন্তর্ভুক্ত থাকতে পারে।

পিক্সেল ১০ এবং পিক্সেল ১০ প্রো-তে ৬.৩ ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি গেমিং এবং অ্যানিমেশনের জন্য মসৃণ অভিজ্ঞতা প্রদান করবে। পিক্সেল ১০ প্রো এক্সএল-এ থাকবে ৬.৮ ইঞ্চি ওএলইডি প্যানেল, এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড-এ থাকবে ৮ ইঞ্চি প্রধান ডিসপ্লে এবং ৬.৪ ইঞ্চি কভার ডিসপ্লে। সমস্ত মডেলে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ প্রোটেকশন থাকবে, এবং উচ্চ উজ্জ্বলতার মোডে ২,০০০ নিট এবং পিক ব্রাইটনেসে ৩,০০০ নিট পর্যন্ত সমর্থন করবে।

ক্যামেরা ফিচার

পিক্সেল সিরিজ তার ক্যামেরা পারফরম্যান্সের জন্য বিখ্যাত, এবং পিক্সেল ১০ সিরিজও এই ঐতিহ্য বজায় রাখবে। পিক্সেল ১০-এ থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১০.৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। পিক্সেল ১০ প্রো এবং প্রো এক্সএল-এ থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। নতুন ফিচার হিসেবে অ্যাস্ট্রোফটোগ্রাফি ২.০ এবং উন্নত লো-লাইট শুটিং ক্ষমতা যুক্ত হবে। এআই-ভিত্তিক ফটোগ্রাফি ফিচারগুলি ছবির গুণমান আরও উন্নত করবে। 

পারফরম্যান্স এবং চিপসেট

পিক্সেল ১০ সিরিজে গুগলের নতুন টেনসর জি৫ চিপসেট ব্যবহৃত হবে, যা টিএসএমসি-র ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি। এই চিপসেটটি পূর্ববর্তী টেনসর চিপগুলির তুলনায় উন্নত পারফরম্যান্স এবং তাপ নিয়ন্ত্রণের সমস্যা সমাধান করবে বলে আশা করা হচ্ছে। পিক্সেল ১০-এ ১২ জিবি র‍্যাম এবং পিক্সেল ১০ প্রো মডেলগুলিতে ১৬ জিবি র‍্যাম থাকবে। ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে, যা গুগলের জেমিনি এআই ফিচারের সঙ্গে সমৃদ্ধ হবে। এর মধ্যে রয়েছে ভিডিও এডিটিংয়ের জন্য জেনারেটিভ এমএল, স্কেচ-টু-ইমেজ এবং স্পিক-টু-টুইক ফিচার।