দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য গুগল বাজারে এনেছে নতুন গুগল পিক্সেল ১০ (Google Pixel 10) স্মার্টফোন। উন্নত ক্যামেরা সিস্টেম এবং অ্যান্ড্রয়েড ১৫-এর সঙ্গে এআই ফিচারগুলি এই সিরিজকে প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করে তুলছে। দামের দিক থেকে এটি আইফোন ১৬ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৫-এর সঙ্গে প্রতিযোগিতা করবে।
বুধবার (২০ আগস্ট) টেক জায়ান্ট গুগলের তৈরি মুঠোফোন পিক্সেলের নতুন সংস্করণ উন্মোচন হচ্ছে। গুগলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে গত কয়েকদিন ধরেই নতুন সংস্করণ উন্মোচনের প্রচার চালানো হচ্ছে। শুরুতেই বাজারে ছাড়া হবে পিক্সেল ১০। পরে আসবে এই সিরিজের আরও কয়েকটি ধরন বা ভ্যারিয়েন্ট।
গুগল জানিয়েছে, নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার ‘মেড বাই গুগল’ ইভেন্টে এই ফোন গ্রাহকদের সামনে তুলে ধরা হবে। ভারতের বাজারে পাওয়া যাবে বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকে। বাংলাদেশে পিক্সেল ফোনের অনুমোদিত কোনো বিক্রয়কেন্দ্র নেই।
ফোনটির উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে ‘মেড বাই গুগলের’ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে ফোনটির বেশকিছু ফিচার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তির তথ্যভিত্তিক ওয়েবসাইট দ্য ভার্জ। এতে বলা হয়েছে, চলতি বছর পিক্সেল ১০ এর আরও তিনটি ধরন বাজারে আসতে পারে। এগুলো হলো, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড।
সব মডেলই গুগলের নতুন টেনসর জি-৫ চিপসেট দ্বারা পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। এই চিপের সঙ্গে একটি কাস্টম ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি) যুক্ত থাকতে পারে। যা ছবি ও ভিডিওর মান আরও উন্নত করবে।
ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে ফোনের ক্যামেরা নিয়ে। বলা হচ্ছে, পিক্সেল ১০ ও পিক্সেল প্রো ফোল্ড ভ্যারিয়েন্টে থাকবে পিক্সেল ৯ এ’তে ব্যবহৃত আল্ট্রা ওয়াইড সেন্সর। থাকতে পারে টেলিফটো পেরিস্কোপ লেন্স। চারটি মডেলই কিউআই ২ ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে বলে ধারণা করা হচ্ছে।
পিক্সেল ১০ এর রঙ হবে রয়াল ব্লু। আরও থাকবে হলুদ, হালকা বেগুনি ও গাঢ় ধূসর। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ধারণা করা হচ্ছে ভারতের বাজারে পিক্সেল ১০ এর দাম ৭৫ হাজার থেকে ৮০ হাজার রুপির মধ্যে থাকতে পারে। যুক্তরাষ্ট্রে ১২৮ জিবি স্টোরেজের দাম ৭৯৯ ও ২৫৬ জিবির দাম হতে পারে ৮৯৯ মার্কিন ডলার।
ব্যাটারি এবং চার্জিং
পিক্সেল ১০-এ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। পিক্সেল ১০ প্রো-তে থাকবে ৪,৮৭০ এমএএইচ এবং প্রো ফোল্ড-এ ৫,০১৫ এমএএইচ ব্যাটারি। এআই অপটিমাইজেশন ব্যাটারি হেলথ ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডিজাইন এবং ডিসপ্লে
গুগল পিক্সেল ১০ সিরিজ তার আইকনিক হরিজন্টাল ক্যামেরা বারের ডিজাইন ধরে রাখবে, তবে এবার আরও স্লিম এবং পরিশীলিত ডিজাইনের সঙ্গে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনগুলিতে টাইটানিয়াম ফ্রেম এবং ম্যাট গ্লাস ব্যাক ব্যবহার করা হবে, যা গ্রিপ উন্নত করবে। নতুন রঙের বিকল্পগুলির মধ্যে অবসিডিয়ান ব্ল্যাক, পোর্সেলিন হোয়াইট এবং একটি লিমিটেড-এডিশন এমারেল্ড গ্রিন অন্তর্ভুক্ত থাকতে পারে।
পিক্সেল ১০ এবং পিক্সেল ১০ প্রো-তে ৬.৩ ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি গেমিং এবং অ্যানিমেশনের জন্য মসৃণ অভিজ্ঞতা প্রদান করবে। পিক্সেল ১০ প্রো এক্সএল-এ থাকবে ৬.৮ ইঞ্চি ওএলইডি প্যানেল, এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড-এ থাকবে ৮ ইঞ্চি প্রধান ডিসপ্লে এবং ৬.৪ ইঞ্চি কভার ডিসপ্লে। সমস্ত মডেলে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ প্রোটেকশন থাকবে, এবং উচ্চ উজ্জ্বলতার মোডে ২,০০০ নিট এবং পিক ব্রাইটনেসে ৩,০০০ নিট পর্যন্ত সমর্থন করবে।
পারফরম্যান্স এবং চিপসেট
পিক্সেল ১০ সিরিজে গুগলের নতুন টেনসর জি৫ চিপসেট ব্যবহৃত হবে, যা টিএসএমসি-র ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি। এই চিপসেটটি পূর্ববর্তী টেনসর চিপগুলির তুলনায় উন্নত পারফরম্যান্স এবং তাপ নিয়ন্ত্রণের সমস্যা সমাধান করবে বলে আশা করা হচ্ছে। পিক্সেল ১০-এ ১২ জিবি র্যাম এবং পিক্সেল ১০ প্রো মডেলগুলিতে ১৬ জিবি র্যাম থাকবে। ফোনগুলি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে, যা গুগলের জেমিনি এআই ফিচারের সঙ্গে সমৃদ্ধ হবে। এর মধ্যে রয়েছে ভিডিও এডিটিংয়ের জন্য জেনারেটিভ এমএল, স্কেচ-টু-ইমেজ এবং স্পিক-টু-টুইক ফিচার।
ক্যামেরা ফিচার
পিক্সেল সিরিজ তার ক্যামেরা পারফরম্যান্সের জন্য বিখ্যাত, এবং পিক্সেল ১০ সিরিজও এই ঐতিহ্য বজায় রাখবে। পিক্সেল ১০-এ থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১০.৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। পিক্সেল ১০ প্রো এবং প্রো এক্সএল-এ থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স। নতুন ফিচার হিসেবে অ্যাস্ট্রোফটোগ্রাফি ২.০ এবং উন্নত লো-লাইট শুটিং ক্ষমতা যুক্ত হবে। এআই-ভিত্তিক ফটোগ্রাফি ফিচারগুলি ছবির গুণমান আরও উন্নত করবে।
আসুসের নতুন ল্যাপটপ ভিভোবুক এস১৪ এখন বাজারে
অ্যান্ড্রয়েডে আসছে নতুন ফিচার