দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ গ্যালাক্সি এস২৪-এ নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। ভারতের বাজারে আসা এই নতুন মডেলটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ (৪ ন্যানোমিটার) প্রসেসর দ্বারা চালিত এবং এতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার ও উন্নত ক্যামেরা অভিজ্ঞতা অন্তর্ভুক্ত। উৎসবের মরশুমে ফ্লিপকার্ট সেলেও ফোনটি বিশেষ ছাড়ে কেনার সুযোগ থাকবে।
নতুন ভ্যারিয়েন্টে ৬.২ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ২৬০০ নিটস উজ্জ্বলতা সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে স্যামসাং নক্স। কোম্পানি ৭ বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে, যা ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদে নিশ্চিন্তে ব্যবহার নিশ্চিত করবে।
ফোনের পিছনের প্যানেলে রয়েছে তিনটি ক্যামেরা- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ১০ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। এতে এআই জুম এবং উন্নত নাইটোগ্রাফি ফিচার সংযোজিত হয়েছে, যা ছবি এবং ভিডিওর মান আরও উন্নত করেছে।
প্রিমিয়াম ডিভাইসটিতে গ্যালাক্সি এআই সাপোর্ট রয়েছে। ব্যবহারকারীরা লাইভ অনুবাদ, ইন্টারপ্রিটার মোড, চ্যাট সহায়তা, নোট সহায়তা, জেমিনি লাইভ এবং এআই এডিটিং টুলস ব্যবহার করতে পারবেন।
৪০০০ এমএএইচ ব্যাটারি সহ ফোনটি দ্রুত চার্জিং সাপোর্ট করে এবং একদিনের ব্যবহার ধরে রাখতে সক্ষম।
Samsung Galaxy S24 Ultra
দুটি স্টোরেজ অপশন ও দাম-
- ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ৭৪,৯৯৯ রুপি
- ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৭৯,৯৯৯ রুপি
স্যামসাং গ্যালাক্সি এস২৪-এর নতুন ভ্যারিয়েন্ট প্রিমিয়াম সেগমেন্টে বড় আপডেট হিসেবে বিবেচিত হচ্ছে। শক্তিশালী প্রসেসর, উন্নত ক্যামেরা, দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট এবং গ্যালাক্সি এআই ফিচারের কারণে এটি এই উৎসবের মরশুমে ক্রেতাদের নজর কাড়তে প্রস্তুত।