নতুন iPhone Air উন্মোচন করলেন বাংলাদেশি ডিজাইনার

ক্যালিফোর্নিয়ার কুপার্টিনোতে সম্প্রতি অনুষ্ঠিত অ্যাপলের লঞ্চ ইভেন্টে বাংলাদেশের উৎপত্তির শিল্প ডিজাইনার আবিদুর চৌধুরি নতুন iPhone Air উপস্থাপন করেন। সাধারণত অ্যাপলের লঞ্চে প্রধান ভূমিকা পালন করেন সিইও টিম কুক এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তা, তবে এবার ঐতিহ্য ভেঙে চৌধুরিকেই মঞ্চে ফোনটি উপস্থাপনের সুযোগ দেওয়া হয়।

iPhone Air

মঞ্চে চৌধুরি ফোনটির বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, এটি এমন একটি প্যারাডক্স, ‘যা হাতে ধরে দেখতে হবে, তবে বিশ্বাস করতে পারবেন।’ নতুন iPhone Air অ্যাপলের সবচেয়ে পাতলা স্মার্টফোন, যা টাইটানিয়ামে আবৃত এবং ২৫৬ জিবি মডেলের জন্য প্রায় ১.৫৬ লাখ টাকা দামে পাওয়া যাবে। ফোনটির নতুন ক্যামেরা সিস্টেম, এআই-সক্ষম ফটোগ্রাফি, এবং ছোট ব্যাটারি থাকা সত্ত্বেও সারাদিনব্যাপী ব্যাটারি লাইফ প্রদান করে।

আবিদুর চৌধুরি ২০১৯ সাল থেকে অ্যাপলে কর্মরত। লন্ডনে জন্মগ্রহণ ও বড় হওয়া চৌধুরি বর্তমানে সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন। তিনি লাফবোরো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন ও টেকনোলজি নিয়ে শিক্ষালাভ করেছেন এবং জেমস ডাইসন ফাউন্ডেশন বার্সারি ও রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন।

iPhone Air 2

অ্যাপে যোগ দেওয়ার আগে তিনি যুক্তরাজ্যের Layer, Cambridge Consultants এবং Curventa-তে কাজ করেছেন এবং তার নিজস্ব কনসালট্যান্সি Abidur Chowdhury Design পরিচালনা করেছেন। চৌধুরি তার ডিজাইন দর্শন সম্পর্কে বলেন, আমি নতুন উদ্ভাবনী পণ্য তৈরি করতে এবং ব্যবহারকারীদের আনন্দদায়ক অভিজ্ঞতা দেওয়াতে আগ্রহী।

এছাড়াও অ্যাপল উন্মোচন করেছে iPhone 17, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max, যা উন্নত ক্যামেরা, নতুন Apple A19 Pro চিপ, এবং বড় ডিসপ্লে নিয়ে এসেছে।