ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জনপ্রিয় হয়ে উঠছে ‘10 Seconds Back To Back’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে নতুন এক ট্রেন্ড- ‘10 Seconds Back To Back’। এর অর্থ হলো, কেউ আপনাকে ফলো করলে, আপনি তাকে ১০ সেকেন্ডের মধ্যেই ফলো ব্যাক করবেন।

ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তরুণ প্রজন্ম থেকে শুরু করে তারকারাও এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়াকেও এ নিয়ে পোস্ট করতে দেখা গেছে।

মূলত এটি দ্রুত ফলো এক্সচেঞ্জের একটি কৌশল, যা ব্যবহারকারীদের প্রোফাইলের এনগেজমেন্ট ও প্রভাব বাড়াতে সহায়তা করে। ধরা যাক, কেউ ফলো করার পর কমেন্টে লিখল- ‘তুমি আমাকে ফলো দিলে আমি তোমাকে ১০ সেকেন্ডের মধ্যে ফলো দেবো।’ এর মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার আশ্বাস দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, এটি মনস্তাত্ত্বিক ও কৌশলগত একটি প্রক্রিয়া। দ্রুত ফলো ব্যাক পেয়ে ব্যবহারকারীর মনে ইতিবাচক অনুভূতি তৈরি হয়, যা তার বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং সামাজিক প্রমাণ তৈরি করে। অনেকের কাছে এটি এক ধরনের গেমের মতো মনে হয়- ‘তুমি করছো, আমিও সঙ্গে সঙ্গে করছি।’

প্রযুক্তিগত দিক থেকেও এটি সহজ। সামাজিক যোগাযোগমাধ্যমের রিয়েল-টাইম নোটিফিকেশন ব্যবস্থার কারণে মুহূর্তেই ফলো এক্সচেঞ্জ সম্ভব হচ্ছে। ফলে দুই পক্ষের মধ্যে দ্রুত সংযোগ তৈরি হয়।

তবে এর নেতিবাচক দিকও রয়েছে। অনেক ব্যবহারকারী শুধুই ফলো বাড়ানোর জন্য এই প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন, যার ফলে প্রোফাইলের মান ও প্রকৃত ইন্টারঅ্যাকশন কমে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, ‘10 Seconds Back To Back’ মূলত তরুণদের মধ্যেই বেশি জনপ্রিয়। কারণ তারা দ্রুত প্রতিক্রিয়া চায় এবং তাদের অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে আগ্রহী। একই সঙ্গে এটি ফেসবুক কমিউনিটিতে নতুন পরিচিতি গড়ে তোলার দ্রুত উপায় হিসেবেও কাজ করছে।

NB/SN
আরও পড়ুন