ফেসবুক মোবাইল অ্যাপে নতুন ফিচার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফেসবুকে এলো বহুল প্রত্যাশিত ‘ডিসলাইক’ (Dislike) বাটন। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের মোবাইল অ্যাপে ফিচারটি চালু করেছে। এখন ব্যবহারকারীরা যেকোনো মন্তব্যে ‘ডিসলাইক’ বাটনে চাপ দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারবেন।

তবে এখনো সব ব্যবহারকারীর ফোনে ফিচারটি সক্রিয় হয়নি। ফেসবুক অ্যাপ আপডেট করলে ফিচারটি চালু হয়েছে কিনা তা দেখা যেতে পারে।

প্রাথমিকভাবে ফেসবুক একটি নিচের দিকে তীরচিহ্নযুক্ত ‘অ্যানয়িং’ (Annoying) নামের বোতাম চালু করেছিল। কিন্তু সর্বশেষ আপডেটে সেটির জায়গায় ‘ডিসলাইক’ আইকন যুক্ত করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। পাশাপাশি ফিচারটি শুধু মোবাইল অ্যাপে সীমিতভাবে চালু হয়েছে, ওয়েব সংস্করণে এখনো দেখা যাচ্ছে না।

বিশেষজ্ঞদের মতে, এই ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হতে পারে।

দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা ফেসবুকে ‘ডিসলাইক’ বাটনের দাবি জানিয়ে আসছিলেন যাতে তারা কোনো পোস্ট বা মন্তব্যের প্রতি অসন্তুষ্টি বা অসম্মতি প্রকাশ করতে পারেন। এতদিন ফেসবুক ইতিবাচক প্রতিক্রিয়ার ওপরই জোর দিত। তবে নতুন এই পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে, মেটা হয়তো ব্যবহারকারীদের মতপ্রকাশের ধরনে নতুন পরিবর্তন আনতে চায়।