ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফেসবুক মনিটাইজেশন চালুর ৪টি গুরুত্বপূর্ণ নিয়ম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

অনেকে নিয়মিত ফেসবুকে ভিডিও তৈরি করলেও এখনো আয় বা মনিটাইজেশন শুরু করতে পারেননি। অথচ বিশেষজ্ঞরা বলছেন, কিছু সহজ নিয়ম মেনে চললে কয়েক মাসের মধ্যেই মনিটাইজেশনের যোগ্যতা অর্জন করা সম্ভব।

সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞদের মতে, ফেসবুক মনিটাইজেশন চালুর জন্য কনটেন্ট ক্রিয়েটরদের প্রধান কাজ হলো নিজের পেজকে স্প্যাম বা সন্দেহজনক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখা। অনেক সময় ফলোয়ারের তুলনায় অতিরিক্ত ফলো করলে ফেসবুক সেটিকে স্প্যামিং হিসেবে গণ্য করে। উদাহরণ হিসেবে, কারও ফলোয়ার যদি ৪০০ জন হয়, কিন্তু তিনি ফলো করেন ২ হাজার জনকে, তাহলে ফেসবুকের অ্যালগরিদম পেজটিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করতে পারে। এতে পেজের রিচ কমে যায় এবং মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে।

ফেসবুক মনিটাইজেশন চালু করার জন্য বিশেষজ্ঞরা ৪টি গুরুত্বপূর্ণ নিয়ম অনুসরণের পরামর্শ দিয়েছেন-

ফলোয়ার ও ফলোইংয়ের ভারসাম্য বজায় রাখুন

আপনার পেজে যতজন ফলোয়ার রয়েছে, তার চেয়ে বেশি কাউকে ফলো করবেন না। প্রয়োজনে ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করুন, পেজ দিয়ে নয়।

মাল্টিপল কনটেন্ট তৈরি করুন

শুধু রিলস বা শর্ট ভিডিও নয়, ফেসবুক এখন মাল্টি-অ্যাক্টিভ ক্রিয়েটরদের অগ্রাধিকার দিচ্ছে। তাই নিয়মিত লং ভিডিও, রিলস, ছবি, স্টোরি ও টেক্সট পোস্ট আপলোড করুন। এতে ইনকাম বাড়ার পাশাপাশি পেজের দৃশ্যমানতাও বৃদ্ধি পায়।

এঙ্গেজমেন্ট বাড়ান

মনিটাইজেশনের জন্য শুধু ভিউ নয়, লাইক, কমেন্ট ও শেয়ারও গুরুত্বপূর্ণ। উচ্চ ভিউয়ের সঙ্গে কম এঙ্গেজমেন্ট থাকলে মনিটাইজেশন অনুমোদন পেতে সমস্যা হতে পারে।

ফেসবুকের গাইডলাইন মেনে চলুন

ভিডিও বা পোস্টের শিরোনামে সেনসিটিভ শব্দ যেমন- হত্যা, ধর্ষণ, রাজনীতি, পতিতা ইত্যাদি ব্যবহার এড়িয়ে চলুন। এসব শব্দ ব্যবহারে ফেসবুক কনটেন্টে স্ট্রাইক দিতে পারে, এমনকি পেজও বন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি কপিরাইট সমস্যা এড়াতে ডুয়েট বা রিঅ্যাকশন ভিডিও বানানোর সময় সতর্ক থাকুন।

বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক মনিটাইজেশনে সফল হতে হলে নিয়মিত শেখা, বিশ্লেষণ এবং গাইডলাইন মেনে চলা অত্যন্ত জরুরি। অনেকেই অনলাইন কোর্স বা লাইভ ক্লাসের মাধ্যমে এসব নিয়ম শিখে সফলভাবে আয় করছেন।

NB
আরও পড়ুন