সপ্তাহজুড়ে শেয়ারবাজার

সূচক ও বাজার মূলধন কমেছে

দেশের শেয়ারবাজারে সপ্তাহজুড়ে সূচক ও বাজার মূলধন কমেছে। তবে লেনদেন সামান্য বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২৫ থেকে ২৯ ফেব্রুয়ারি) ডিএসইএক্স সূচক কমেছে ১৯.৪২ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ১ হাজার ২৯১ কোটি টাকা। বাজারটিতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫০৮ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩৫ লাখ টাকা, সূচক কমেছে ৭৭ পয়েন্ট।

ডিএসই ও সিএসই’র সাপ্তাহিক বাজার চিত্রে এ তথ্য উঠে এসেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকা। যা আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ৩৭০ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪ দশমিক ১০ শতাংশ। আর সপ্তাহটিতে গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৮৭৭ কোটি টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৮৪২ কোটি ৫৩ লাখ টাকা।

প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহের রোববার লেনদেনের শুরুতে ছিল ৬২৭৩.৯৬ পয়েন্টে। যা সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৬২৫৪.৫৪ পয়েন্টে। এতে করে সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ১৯.৪২ পয়েন্ট। ডিএসই শরিয়াহ্ সূচক ০.৭০ পয়েন্ট কমে ১৩৫৯.৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৭৮ পয়েন্ট কমে ২১২৬.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজারটিতে মোট ১০৩ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ১১৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে ১০২ কোটি ৪৯ লাখ ৬৩ হাজার ৭৩৬টি শেয়ার ও ফান্ডের লেনদেন হয়েছিল।

এদিকে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি টাকায়। যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি টাকায়। যা আগের সপ্তাহের শুরুতে ছিল ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি টাকা। অর্থাৎ বাজার মূলধন কমেছে ১ হাজার ২৯১ কোটি টাকা।

এছাড়া গত সপ্তাহে ডিএসইতে ৪১০টি কোম্পানি ও ফান্ড লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ২৩২টির, অপরিবর্তিত ছিল ৩১টির এবং লেনদেন হয়নি ১১টি কোম্পানির।

সপ্তাহটিতে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠেছে- সেন্ট্রাল ফার্মা, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ফু-ওয়াং সিরামিক, ওরিয়ন ইনফিউশনস লিমিটেড, ফরচুন সুজ, মুন্নু ফেব্রিকস, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেমিনি সি ফুড, বিডি থাই অ্যালুমোনিয়াম ও লাভেলো আইসক্রিম।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসইতে) গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৬৭ কোটি ৩৫ লাখ টাকা। যা আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৩ কোটি ৮৪ লাখ টাকা এতে লেনদেন কমেছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই দাঁড়িয়েছে ১৭৯২৮.৩৮ পয়েন্ট। যা আগের সপ্তাহে লেনদেনের শুরুতে ছিল ১৮০০৫.২০ পয়েন্টে। অর্থাৎ কমেছে প্রায ৭৭ পয়েন্ট। এক্সচেঞ্জটিতে লেনদেনে অংশ নেওয়া ৩৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৬ টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির কোম্পানির শেয়ার দর।