ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা স্টক এক্সচেঞ্জ

শেয়ারদর কমলেও বাজার মূলধন বেড়েছে ৬ হাজার কোটি টাকা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পিএম

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমলেও সামগ্রিকভাবে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার কোটি টাকার বেশি। তবে দৈনিক গড় লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ২০৩টির, এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।

সপ্তাহের শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৬ হাজার ৫৮ কোটি টাকা।

বাজার মূলধন বাড়ার পাশাপাশি ডিএসইতে প্রধান মূল্য সূচকও বেড়েছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে বেড়েছে ৩০ দশমিক ৪৭ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে ইসলামি শরিয়াহভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক গত সপ্তাহ জুড়ে বেড়েছে ২ দশমিক ২৬ পয়েন্ট। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহ জুড়ে বেড়েছে ৩০ দশমিক ১৮ পয়েন্ট।

সূচক বাড়লেও গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে। সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৭৪ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৫২২ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৯৪ কোটি ৪৮ লাখ টাকা। 

দেশের প্রধান এই শেয়ার বাজারে গত সপ্তাহে টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল বিল্ডিং, সামিট এলায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খন ব্রদার্স পিপি ওভেন ব্যাগ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রবি, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, রূ পালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার।

DR
আরও পড়ুন