দুই শেয়ারবাজার

সূচকের বড় পতন, লেনদেনও কমলো

দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের বড় পতন হয়েছে। একইসাথে বাজার দুটিতে লেনদেনের পরিমাণও কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৭ মার্চ) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৫৩.৩৭ পয়েন্ট, লেনদেন হয়েছে ৭০৩ কোটি ৭০ লাখ টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসপিআই কমেছে ৯৪.৫৩ পয়েন্ট আর লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ টাকা। বৃহস্পতিবার (৭ মার্চ) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, বৃহস্পতিবার এক্সচেঞ্জটিতে দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৫৩.৩৭ পয়েন্ট কমে ৬১১২.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ্ সূচক ৭.১২ পয়েন্ট কমে ১৩৩৫.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ২০৯৪.৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ দিন ডিএসইতে মোট ২০ কোটি ৭১ লাখ ২১ হাজার ৫৬৬টি শেয়ার ও ইউনিট ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৭০৩ কোটি ৭০ লাখ টাকা। যা আগের দিন বুধবার লেনদেন হয়েছিল ৭৩০ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ২৭ কোটি টাকা। বাজারটিতে লেনদেনে ৩৯৬টি কোম্পানি ও ইউনিট ফান্ড অংশ নিয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৩০৪টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইতে বৃহস্পতিবার লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছে- ফু-ওয়াং সিরামিক, সেন্ট্রাল ফার্মা, ইন্টারকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, মুন্নু ফেব্রিক্স, গোল্ডেনসন, ফরচুন সুজ, আফতাব অটো লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, বিএটিবিসি, বিডিথাই অ্যালুমোনিয়াম।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ৯৪.৫৩ পয়েন্ট কমে ১৭৫৫০.৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে মোট লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ টাকা। যা আগের দিন লেনদেন হয়েছিল ২১ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৬টি কোম্পানি ও ইউনিট ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত ছিল ২২টি কোম্পানির শেয়ার দর।